এলপিএল খেলতে দেশ ছাড়লেন তাসকিন, মুস্তাফিজ, হৃদয়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 দিন আগে আপডেট: 1 সেকেন্ড আগে
এলপিএল খেলতে দেশ ছাড়লেন তাসকিন, মুস্তাফিজ, হৃদয়

এলপিএল খেলতে দেশ ছাড়লেন তাসকিন, মুস্তাফিজ, হৃদয়

এলপিএল খেলতে দেশ ছাড়লেন তাসকিন, মুস্তাফিজ, হৃদয়

আগামীকাল (১ জুলাই) পর্দা উঠছে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) এর ৫ম আসরের। ৫ দলের টুর্নামেন্টে এবার আছেন ৩ বাংলাদেশি। তাওহীদ হৃদয়, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ এলপিএল খেলতে দেশ ছেড়েছেন আজ।

তাসকিন আহমেদ এবারের এলপিএলে খেলবেন কলম্বো স্ট্রাইকার্সের পক্ষে। যে দলে আছেন রহমানউল্লাহ গুরবাজ, থিসারা পেরেরা, শাদাব খান, গ্লেন ফিলিপস, মাথিশা পাথিরানা, দুনিথ ওয়েল্লালাগের মত ক্রিকেটাররা। প্রথমবারের মত এলপিএল খেলতে যাবার আগে সবার কাছে দোয়া চেয়েছেন তাসকিন। 

এলপিএল খেলতে আজ দেশ ছেড়েছেন আরও দুজন। তাওহীদ হৃদয় ও মুস্তাফিজুর রহমান। দুজনই অবশ্য এবার একই দলের হয়ে খেলবেন। ডাম্বুলা সিক্সার্স দলে ভিড়িয়েছে এই দুজনকে। 

 

লঙ্কা যাত্রার আগে মুস্তাফিজ কথা না বললেও কথা বলেছেন তাওহীদ হৃদয়। তাওহীদ হৃদয় মনে করেন ভালো খেলতে হবে, সেটা যেখানেই হোক। সুযোগ পেলেই ভালো করলে সুযোগ আসবে অনেক। তবে ব্যক্তিগত কোন লক্ষ্য স্থির করেননি হৃদয়।

 

আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮ টায় এলপিএল ২০২৪ এর প্রথম ম্যাচে বি লাভ ক্যান্ডির মুখোমুখি হবে ডাম্বুলা সিক্সার্স। 

একই প্রতিপক্ষের বিপক্ষে তাসকিনের কলম্বো স্ট্রাইকার্স নিজেদের প্রথম ম্যাচ খেলবে ২ জুলাই, রাত ৮ টায়। ৫ দলের টুর্নামেন্টের পর্দা নামবে ২১ জুলাই ফাইনাল দিয়ে। 

ডাম্বুলা সিক্সার্স স্কোয়াড- 

কুশল জেনিত পেরেরা, দুশান হেমন্ত, প্রবীন জয়াবিক্রমা, দিলশান মাদুশঙ্কা, নুয়ান থুশারা, মুস্তাফিজুর রহমান, ইব্রাহিম জাদরান, লাহিরু উদারা, আকিলা ধনঞ্জয়া, দানুশকা গুনাথিলাকা, নুয়ানিন্দু ফার্নান্দো, নুয়ান প্রদীপ, রমেশ সিলভা, লাহিরু মাদুশঙ্কা, সোনাল দিনুশা, রিজা হেনড্রিক্স, মার্ক চ্যাপম্যান, সাচিতা জয়াতিলাক, তাওহীদ হৃদয়, নিমেশ ভিমুখতি, মোহাম্মদ নবি, আসাঙ্কা মনোজ ও চামিন্দু বিক্রমাসিংহে। 

কলম্বো স্ট্রাইকার্স স্কোয়াড-

থিসারা পেরেরা, চামিকা করুনারত্নে, নিপুন ধনঞ্জয়া, সাদিরা সামারাবিক্রমা, শাদাব খান, গ্লেন ফিলিপস, চমিকা গুনাসেকরা, দুনিথ ওয়েল্লালাগে, রহমানউল্লাহ গুরবাজ, তাসকিন আহমেদ, অ্যাঞ্জেলো পেরেরা, শেভন ড্যানিয়ে, বিনুরা ফার্নান্দো, গারুকা সানকেথ, মাথিশা পাথিরানা, শেহান ফার্নান্দো, কাভিন বান্দারা, ইসিথা বিজেসুন্দরা, মোহাম্মদ ওয়াসিম, আল্লাহ ঘাজানফার।