টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে আলো ছড়ালেন যারা
টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে আলো ছড়ালেন যারা
টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে আলো ছড়ালেন যারা
পর্দা নেমেছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর। এবারের বিশ্বকাপে দেখা গেছে বোলারদের দাপট। যুক্তরাষ্ট্রের বোলিং ফ্রেন্ডলি পিচে ব্যাটারদের শাসন করেছেন বোলাররা। তুলনামূলক ভাবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাই ব্যাটারদের চেয়ে বোলাররা ভালো করেছেন বেশী। চলুন জেনে নেই এবারের বিশ্বকাপে বল হাতে আলো ছড়িয়েছেন কারা।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এ সর্বোচ্চ উইকেট নিয়েছেন যৌথভাবে আফগানিস্তানের ফজলহক ফারুকি ও ভারতের আর্শদ্বীপ সিং। দুজনেই সমান ১৭টি করে উইকেট নিয়েছেন। তারপরেই আছেন ভারতীয় পেসার জাসপ্রীত বুমরাহ। এবারের বিশ্বকাপে ৮ ইনিংসে বল করে ১৫ উইকেট শিকার করেছেন বুমরাহ। বিশ্বকাপে তার ইকোনমি ছিলো মাত্র ৪.১৭ এবং ম্যাচপ্রতি গড়ে রান দিয়েছেন মাত্র ৮.২৬। একারণেই টুর্নামেন্ট সেরার পুরস্কার উঠেছে বুমরাহর হাতে। সমান ১৬ টি উইকেট পেয়েছেন দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে তোলা আনরিখ নরকিয়া ও।
প্রথমবারের মত আফগানিস্তানকে সেমিফাইনালে তোলা রাশিদ খান ৮ ম্যাচে পেয়েছেন ১৪ উইকেট। অন্যদিকে ১ ম্যাচ কম খেলে বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন ও শিকার করেছেন ১৪ উইকেট। ১৩ টি করে উইকেট পেয়েছেন যথাক্রমে আফগানিস্তানের নাভিন উল হক, দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা, অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা এবং ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ।
৭ ম্যাচ খেলে বাংলাদেশের তরুন পেসার তানজিম হাসান সাকিব নিয়েছেন ১১ টি উইকেট। সমান সংখ্যক ম্যাচ খেলে সমান সংখ্যক উইকেট নিয়েছেন ক্যারিবিয়ান বোলার আন্দ্রে রাসেল। ১ ম্যাচ বেশী খেলে সমান ১১ টি উইকেট নিয়েছেন প্রোটিয়া বোলার কেশব মহারাজ।