আন্তর্জাতিক বিরতির প্রভাব, অবনতি বাংলাদেশী ব্যাটারদের

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 40 সেকেন্ড আগে
আন্তর্জাতিক বিরতির প্রভাব, অবনতি বাংলাদেশী ব্যাটারদের

আন্তর্জাতিক বিরতির প্রভাব, অবনতি বাংলাদেশী ব্যাটারদের

আন্তর্জাতিক বিরতির প্রভাব, অবনতি বাংলাদেশী ব্যাটারদের

ডিসেম্বরের পর থেকে আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্রিকেটে মাঠে না নামায় এর প্রভাব পড়েছে বাংলাদেশের র‍্যাংকিংয়ে। আইসিসির সর্বশেষ হালনাগাদ তালিকায় ব্যাটিং বিভাগে অবনতি দেখা গেলেও বোলিংয়ে এসেছে সামান্য স্বস্তি। বিশেষ করে ব্যাটারদের র‍্যাংকিংয়ে একাধিক নেতিবাচক পরিবর্তন বাংলাদেশের জন্য চিন্তার কারণ হয়ে উঠেছে।

ব্যাটিং র‍্যাংকিংয়ে এক ধাপ পিছিয়ে ১৮ নম্বরে নেমে গেছেন তানজিদ হাসান তামিম। একইভাবে এক ধাপ করে অবনতি হয়েছে পারভেজ ইমন ও সাইফ হাসানের। তাদের অবস্থান এখন যথাক্রমে ৩৯ ও ৪০ নম্বরে। তাওহীদ হৃদয়ের র‍্যাংকিং অপরিবর্তিত থাকলেও টি–টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস এক ধাপ পিছিয়ে রয়েছেন ৪৭ নম্বরে। বাজে ফর্মের প্রভাব পড়েছে জাকের আলীর র‍্যাংকিংয়েও এক ধাপ অবনতি নিয়ে তিনি আছেন ৭২ নম্বরে।

ব্যাটিংয়ে যখন স্থবিরতা, তখন বোলিং বিভাগে কিছুটা ভিন্ন চিত্র। গত কয়েক সপ্তাহ ধরে আইপিএল থেকে বাদ পড়া নিয়ে আলোচনার কেন্দ্রে থাকা মোস্তাফিজুর রহমান র‍্যাংকিংয়ে এগিয়ে গেছেন এক ধাপ। আইসিসির সর্বশেষ টি–টোয়েন্টি বোলারদের তালিকায় তিনি এখন সপ্তম স্থানে, রেটিং পয়েন্ট ৬৬৫। নানা জল্পনার মধ্যেও মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি মিলেছে র‍্যাংকিংয়েই।

তবে সেরা দশে মোস্তাফিজ ছাড়া আর কোনো বাংলাদেশি বোলার নেই। তার পরেই রয়েছেন শেখ মেহেদী হাসান, যিনি এক ধাপ পিছিয়ে ১৪ নম্বরে অবস্থান করছেন। অন্যদিকে এক ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠে এসেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। সেরা বিশের মধ্যে এই তিনজনই বর্তমানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি।

এ ছাড়া নিয়মিত সদস্য নাসুম আহমেদের অবস্থান ২৬ নম্বরে। তানজিম হাসান সাকিব এক ধাপ উন্নতি করে উঠে এসেছেন ৩৫ নম্বরে। ইনজুরি ও দীর্ঘ বিরতির মধ্য দিয়ে যাওয়া তাসকিন আহমেদ রয়েছেন ৫৩ নম্বরে।

সব মিলিয়ে সর্বশেষ র‍্যাংকিং বাংলাদেশের টি–টোয়েন্টি দলের বাস্তব চিত্রই তুলে ধরছে। আন্তর্জাতিক ম্যাচের অভাব ও ফর্মের ওঠানামা ব্যাটারদের অবস্থানে প্রভাব ফেললেও বোলারদের মধ্যে কিছু ইতিবাচক ইঙ্গিত মিলেছে। সামনে আন্তর্জাতিক সূচিতে ফেরার সঙ্গে সঙ্গে র‍্যাংকিংয়ে ঘুরে দাঁড়ানোই এখন বাংলাদেশের বড় চ্যালেঞ্জ।