টি-টোয়েন্টি র্যাংকিংয়ে শীর্ষে ভারতের বরুণ চক্রবর্তী
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 2 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে শীর্ষে ভারতের বরুণ চক্রবর্তী
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে শীর্ষে ভারতের বরুণ চক্রবর্তী
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বিশ্বের এক নম্বর বোলারের আসন দখল করলেন ভারতের রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী। বুধবার (১৭ সেপ্টেম্বর) প্রকাশিত তালিকায় তিন ধাপ এগিয়ে তিনি টপকে গেছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফিকে।
এর মাধ্যমে বরুণ ইতিহাস গড়লেন। কারণ, এর আগে মাত্র দুই ভারতীয় বোলার জাসপ্রিত বুমরাহ ও রবি বিষ্ণোই—টি-টোয়েন্টি বোলিং র্যাংকিংয়ে এক নম্বরে উঠেছিলেন।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় দল থেকে বাদ পড়লেও নতুন অধ্যায়ে দুর্দান্তভাবে ফিরেছেন ৩৪ বছর বয়সী বরুণ। গৌতম গম্ভীর কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই দলে তার ভূমিকা বেড়েছে। ধারাবাহিক পারফরম্যান্সে জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন তিনি।
চলতি বছর বরুণের পারফরম্যান্স বিশেষভাবে দারুণ। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে শিকার করেন ১৪ উইকেট। সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন এশিয়া কাপেও। স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নিয়েছেন ১ উইকেটে ৪ রান খরচ করে এবং পাকিস্তানের বিপক্ষে দিয়েছেন মাত্র ২৪ রান, শিকার ১ উইকেট। এই পারফরম্যান্সই তাকে র্যাংকিংয়ের শীর্ষে তুলেছে।
সর্বশেষ তালিকায় ডাফি নেমে গেছেন দুই নম্বরে। তিনে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসেইন। চারে আছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা, আর পাঁচে ইংল্যান্ডের আদিল রশিদ।