এক পরিবর্তনে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা পাকিস্তানের
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
বাংলাদেশ না খেলায় স্কটল্যান্ড সুযোগ পেল টি-টোয়েন্টি বিশ্বকাপে
-
2
বাংলাদেশের প্রতি অন্যায় আচরণের অভিযোগ নকভির, বিশ্বকাপে সুযোগ দেওয়ার দাবি
-
3
বিগ ব্যাশে রিশাদের যাত্রা
-
4
টানা চতুর্থ জয়, আয়ারল্যান্ডকে হারিয়ে সুপার সিক্সে অপ্রতিরোধ্য বাংলাদেশ নারী দল
-
5
তানজিদের সেঞ্চুরিতে ভর করে রাজশাহীর দ্বিতীয় শিরোপা, চট্টগ্রামকে উড়িয়ে চ্যাম্পিয়ন ওয়ারিয়র্স
এক পরিবর্তনে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা পাকিস্তানের
এক পরিবর্তনে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা পাকিস্তানের
বিশ্বকাপের প্রস্তুতির শেষ ধাপে এসে নিজেদের শক্তি ও সমন্বয়ের বার্তা দিল পাকিস্তান। আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, যেখানে অস্ট্রেলিয়া সিরিজের দল থেকে এসেছে মাত্র একটি পরিবর্তন।
অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াড থেকে মোহাম্মদ ওয়াসিম জুনিয়র বাদ পড়েছেন, তাঁর জায়গায় বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন উসমান তারিক। ধারাবাহিকতা বজায় রেখে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সালমান আলী আঘা। টি–টোয়েন্টি দলে আগেই ফেরা বাবর আজমকে রাখা হয়েছে বিশ্বকাপ স্কোয়াডেও। তবে দলে জায়গা হয়নি নিয়মিত পারফরমার মোহাম্মদ রিজওয়ানের।
এই স্কোয়াডে বেশ কয়েকজন ক্রিকেটার প্রথমবারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। সালমান আলী আঘা, ফাহিম আশরাফ, খাজা মোহাম্মদ নাফে, মোহাম্মদ সালমান মির্জা, সাহিবজাদা ফারহান এবং উসমান তারিক এই ছয়জন বিশ্বকাপের মঞ্চে অভিষেক করতে যাচ্ছেন। বাকি ক্রিকেটারদের প্রত্যেকেরই অন্তত একবার করে টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা রয়েছে।
পাকিস্তানের টি–টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড:
সালমান আলী আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফে (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহীন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান (উইকেটরক্ষক), উসমান তারিক।
