রাতে বাংলাদেশকে জিতিয়ে এসে আজ আইপিএল খেলছেন মুস্তাফিজ

রাতে বাংলাদেশকে জিতিয়ে এসে আজ আইপিএল খেলছেন মুস্তাফিজ
রাতে বাংলাদেশকে জিতিয়ে এসে আজ আইপিএল খেলছেন মুস্তাফিজ
জাতীয় দলের সিরিজের মধ্যেই আইপিএলে মুস্তাফিজুর রহমান। গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে দিল্লি ক্যাপিটালসের সেরা একাদশেও জায়গা হয়েছে মুস্তাফিজের। গতরাতে আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির পরই ভারতে চলে আসেন বাংলাদেশের অভিজ্ঞ পেসার।
রাতে বাংলাদেশকে জিতিয়ে এসে আজ আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে জেতানোর মিশনে মাঠে নেমে পড়লেন মুস্তাফিজ। আজ গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে দিল্লির একাদশে ফিজ। কারণ, মিচেল স্টার্ক আইপিএল থেকে সরে যাওয়ায় দিল্লিতে মুস্তাফিজই একমাত্র বাঁহাতি পেসার।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের এক ম্যাচ বাকি থাকতেই আইপিএল খেলতে যাওয়ার অনুমতি পান মুস্তাফিজুর রহমান। প্রথম টি-টোয়েন্টিতে গতরাতে শারজাহর মাঠে নেমে দুর্দান্ত বোলিং করে ৪ ওভারে মাত্র ১৭ রান খরচায় ২ উইকেট শিকার করেন মুস্তাফিজ।
১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৫ নম্বরে থাকা দিল্লির প্লে-অফে খেলার সম্ভাবনা বেশ ভালোভাবেই আছে। আজকের ম্যাচের পর দিল্লির গ্রুপ পর্বে ম্যাচ বাকি দুইটি। ২১ মে মুম্বাই ইন্ডিয়ান্স ও ২৪ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলবে দিল্লি।
দিল্লি ক্যাপিটালস (প্লেয়িং ইলেভেন):
ফাফ ডু প্লেসিস, অভিষেক পোরেল, সামির রিজভি, লোকেশ রাহুল (উইকেটকিপার), আক্সার প্যাটেল (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, আশুতোষ শর্মা, বিপ্রজ নিগম, কুলদ্বীপ যাদব, টি নটরাজন, মুস্তাফিজুর রহমান।