ইংল্যান্ড টেস্টের আগে জিম্বাবুয়ে দলে এক পরিবর্তন

ইংল্যান্ড টেস্টের আগে জিম্বাবুয়ে দলে এক পরিবর্তন
ইংল্যান্ড টেস্টের আগে জিম্বাবুয়ে দলে এক পরিবর্তন
বাম কুঁচকির ইনজুরির কারণে পেসার ট্রেভর গোয়ান্ডু ছিটকে গেলেন ইংল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ের টেস্ট স্কোয়াড থেকে। তার বদলি হিসেবে তানাকা চিভাঙ্গাকে দলে নেওয়া হয়েছে।
ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য জিম্বাবুয়ে দলে একটি পরিবর্তন আনতে বাধ্য হয়েছে। ট্রেভর গোয়ান্ডুকে বাদ দেওয়ার পর চিভাঙ্গাকে দলে নেওয়া হয়েছে। চিভাঙ্গার প্রত্যাবর্তন জিম্বাবুয়ের পেস বোলিং আক্রমণ আরও শক্তিশালী হবে।
বাংলাদেশের বিপক্ষে খেলা জিম্বাবুয়ের সবশেষ টেস্ট সিরিজেও গোয়ান্ডু ছিলেন না। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলেছেন, দুই ইনিংস মিলিয়ে তিনটি উইকেট নিয়েছেন।
৩১ বছর বয়সী চিভাঙ্গার ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয়। গত বছর বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা তার দ্বিতীয় টেস্টেই ইনজুরিতে পড়েন। লম্বা সময় পর আবার ফিরলেন জাতীয় দলে।
২২ মে ট্রেন্ট ব্রিজে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের মাধ্যমে ইংল্যান্ডের আন্তর্জাতিক মৌসুম শুরু হবে। দীর্ঘ ২ দশকেরও বেশি সময় পর সাদা পোশাকের অভিজাত ফরম্যাট টেস্ট ক্রিকেটে মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও ইংল্যান্ড।
জিম্বাবুয়ে টেস্ট দল-
ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারেন, ক্লাইভ মাদান্ডে, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, নিউম্যান ন্যামহুরি, ভিক্টর নিয়াউচি, সিকান্দার রাজা, তাফাদজাওয়া সিগা, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস ও তানাকা চিভাঙ্গা।