খেলছেন সাকিব আল হাসান, ব্যাটিংয়ে তার দল

খেলছেন সাকিব আল হাসান, ব্যাটিংয়ে তার দল
খেলছেন সাকিব আল হাসান, ব্যাটিংয়ে তার দল
গতকাল ১৭ মে ইসলামাবাদে লাহোর কালান্দার্স দলের সঙ্গে যোগ দেন সাকিব আল হাসান। আজ মাঠে নেমে পড়লেন দলকে প্লে-অফে তোলার মিশনে। তারকা অলরাউন্ডার সাকিবকে নিয়েই ডু-অর-ডাই ম্যাচের সেরা একাদশ সাজিয়েছে কালান্দার্স।
বৃষ্টির কারণে দেড় ঘন্টা সময় পর টস করতে নামেন দুই অধিনায়ক। টস জিতে অবশ্য আগে বোলিং বেছে নিয়েছে পেশোয়ার জালমি। বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ১৩ ওভারে। প্রথম পাওয়ার প্লে ১-৪ ওভার। ৩ জন বোলার সর্বোচ্চ ৩ ওভার করতে পারবে।
সাকিব আল হাসানের লাহোর কালান্দার্সের গ্রুপ পর্বে ম্যাচ বাকি কেবল এটিই। পেশোয়ার জালমির বিপক্ষে রাওয়ালপিন্ডির মাঠে এই ম্যাচটি লাহোরের জন্য অলিখিত কোয়ার্টার ফাইনাল। জিতলে নিশ্চিত হয়ে যাবে প্লে-অফের টিকিট। হারলে টুর্নামেন্ট থেকেই বাদ।
এবারের পিএসএলে সাকিবের এই এক ম্যাচ খেলার কথা থাকলেও প্লে-অফে উঠলে ম্যাচের সংখ্যা বাড়বে তাদের দলের। ফ্র্যাঞ্চাইজিটি এর আগে জানিয়েছে, হাতে চোট পাওয়া ড্যারিল মিচেলের বদলি হিসেবে সাকিবকে দলে নেওয়া হয়েছে।
এই টুর্নামেন্ট দিয়েই ক্রিকেটে ফিরলেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। সাকিব সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন গত বছরের ৩০ নভেম্বরে আবুধাবি টি–টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে।
লাহোর কালান্দার্স একাদশ-ফখর জামান, মোহাম্মদ নাইম, আবদুল্লাহ শফিক, কুশল পেরেরা (উইকেটকিপার), সিকান্দার রাজা, সাকিব আল হাসান, আসিফ আলি, শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), সালমান মির্জা, জামান খান, হারিস রউফ।