Image

আইপিএলে বিদেশি ক্রিকেটারদের ফেরা ইস্যুতে মিচেল জনসনের আপত্তি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 8 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আইপিএলে বিদেশি ক্রিকেটারদের ফেরা ইস্যুতে মিচেল জনসনের আপত্তি

আইপিএলে বিদেশি ক্রিকেটারদের ফেরা ইস্যুতে মিচেল জনসনের আপত্তি

আইপিএলে বিদেশি ক্রিকেটারদের ফেরা ইস্যুতে মিচেল জনসনের আপত্তি

চলমান ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে আবারও শুরু হচ্ছে আইপিএল ২০২৫। তবে বিদেশি খেলোয়াড়দের ফিরিয়ে আনার বিষয়ে বিসিসিআইয়ের সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার মিচেল জনসন। তিনি এই সিদ্ধান্তকে ‘বাধ্যতামূলক’ এবং ‘ঝুঁকিপূর্ণ’ বলে অভিহিত করেছেন।

একটি অস্ট্রেলীয় পত্রিকায় প্রকাশিত কলামে জনসন লিখেছেন, "জীবনের চেয়ে অর্থ বেশি গুরুত্বপূর্ণ নয়। এখনো পরিস্থিতি স্থিতিশীল নয়, এই অবস্থায় বিদেশি খেলোয়াড়দের ফেরত পাঠানো মানে তাদের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলা।"

উল্লেখ্য, সাম্প্রতিক ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার কারণে আইপিএল সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। বিমান চলাচল বন্ধ হওয়াসহ নিরাপত্তাজনিত বিভিন্ন কারণে বেশ কিছু ম্যাচও বাতিল হয়। এরপর বিসিসিআই ঘোষণা দেয়, আগামী ১৭ মে থেকে টুর্নামেন্ট পুনরায় শুরু হবে।

এই ঘোষণার পরই বেশিরভাগ বিদেশি খেলোয়াড়, বিশেষ করে অস্ট্রেলিয়ান প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড ভারত ফিরে আসছেন। যদিও জনসনের মতে, এই সিদ্ধান্ত খেলোয়াড়দের ওপর চাপ সৃষ্টি করেছে।

বিসিসিআই আরও জানিয়েছে, ভবিষ্যতে যেসব বিদেশি খেলোয়াড় নিলামে অংশ নিয়েও ‘যথাযথ কারণ’ ছাড়া টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াবেন, তাদের ওপর দুই মৌসুমের নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

এই সিদ্ধান্তগুলিকে ‘নিয়ন্ত্রণমূলক’ ও ‘অমানবিক’ বলেই দেখছেন জনসন। তিনি মনে করেন, এই ধরনের টুর্নামেন্টগুলো এখন বাতিল অথবা অন্যত্র সরিয়ে নেওয়াই উচিত।

এদিকে বিসিসিআই দাবি করেছে, বর্তমানে কোনো উল্লেখযোগ্য নিরাপত্তা হুমকি নেই এবং সব ধরনের প্রটোকল মেনে টুর্নামেন্ট পরিচালিত হবে।

এবারের আইপিএলে বাকি ১৭টি ম্যাচ ছয়টি শহরে অনুষ্ঠিত হবে, ফাইনাল ম্যাচটি হবে আগামী ৩ জুন। তবে প্লে-অফের ভেন্যু এখনো ঘোষণা করা হয়নি।

Details Bottom
Details ad One
Details Two
Details Three