২০২৮ অলিপিক ক্রিকেট, ওয়েস্ট ইন্ডিজের শঙ্কা ও চাপ

২০২৮ অলিপিক ক্রিকেট, ওয়েস্ট ইন্ডিজের শঙ্কা ও চাপ
২০২৮ অলিপিক ক্রিকেট, ওয়েস্ট ইন্ডিজের শঙ্কা ও চাপ
২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন হতে চলেছে ১২৮ বছর পর। তবে এই ঐতিহাসিক আসরে অংশগ্রহণ নিয়ে চাপে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নীতিমালায় কেবলমাত্র স্বতন্ত্র রাষ্ট্রগুলোর জাতীয় অলিম্পিক কমিটি অনুমোদনপ্রাপ্ত হলে তারা অংশ নিতে পারে। ফলে ঐতিহ্যবাহী ওয়েস্ট ইন্ডিজ দল, যা বিভিন্ন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত, একক দল হিসেবে অংশগ্রহণ করতে পারবে না।
এই প্রেক্ষাপটে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে আবেদন জানিয়েছে যেন ওয়েস্ট ইন্ডিজকে যৌথ দল হিসেবে ওলিম্পিকে অংশ নেওয়ার উপায় করে দেওয়া হয়। সিডব্লিউআই বলছে, এই অঞ্চলের শতবর্ষের ক্রিকেট ঐতিহ্য, সাংস্কৃতিক সংহতি এবং প্রতিভার প্রতি এটি বড় ধরনের অবিচার হবে।
২০২৮ অলিম্পিকে ছয়টি পুরুষ ও ছয়টি নারী দল অংশ নেবে টি-টোয়েন্টি ফরম্যাটে। স্বাগতিক যুক্তরাষ্ট্র স্বয়ংক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। বাকি স্থানগুলো নির্ধারিত হবে আইসিসি র্যাংকিং ও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পারফরম্যান্সের ভিত্তিতে। এমন সীমিত জায়গায় ঐতিহ্যবাহী দলগুলোর মধ্যে অনেকেই বাদ পড়তে পারে, যেমন দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, শ্রীলঙ্কা, কিংবা বাংলাদেশ।
এদিকে ক্যারিবিয়ান অ্যাসোসিয়েশন অব ন্যাশনাল অলিম্পিক কমিটি এই বিষয়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ-এর পাশে রয়েছে। সংগঠনটির প্রেসিডেন্ট কিথ জোসেফ বলেছেন, ওয়েস্ট ইন্ডিজ দলটি এই অঞ্চলের ঐক্যের প্রতীক এবং এদের একত্রে অংশগ্রহণের সুযোগ থাকা উচিত।
ক্রিকেট ইভেন্টটি অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেসের ৫০ কিলোমিটার দূরের ফেয়ারপ্লেক্স কমপ্লেক্সে, যেখানে একটি অস্থায়ী স্টেডিয়াম নির্মাণ করা হবে।
বর্তমানে এই ইস্যুতে আইসিসি, সিডব্লিউআই ও আঞ্চলিক অলিম্পিক কর্তৃপক্ষের মধ্যে আলোচনা চলছে। কিছু প্রস্তাবের মধ্যে রয়েছে – একটি ক্যারিবিয়ান অঞ্চলভিত্তিক বাছাই পর্ব আয়োজন, তবে তাতে ঐতিহ্যবাহী ‘ওয়েস্ট ইন্ডিজ’ পরিচিতি সংরক্ষিত থাকবে না।
সিডব্লিউআই-এর দাবি, ক্যারিবিয়ান ক্রিকেটারদের অলিম্পিক অংশগ্রহণ নিশ্চিত করতে একটি অন্তর্ভুক্তিমূলক নীতি অবলম্বন করা জরুরি, যাতে আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চে অঞ্চলটির সম্মিলিত পরিচয় অক্ষুন্ন থাকে।