Image

আইপিএলে খেলোয়াড় পরিবর্তনের হিড়িক

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আইপিএলে খেলোয়াড় পরিবর্তনের হিড়িক

আইপিএলে খেলোয়াড় পরিবর্তনের হিড়িক

আইপিএলে খেলোয়াড় পরিবর্তনের হিড়িক

আইপিএলের প্লে-অফ পর্বের আগে তিনটি ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংস, গুজরাট টাইটান্স এবং লখনৌ সুপার জায়ান্টস  খেলোয়াড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে।

হ্যামস্ট্রিং চোটের কারণে আইপিএলের বাকি অংশ থেকে ছিটকে গেছেন লকি ফার্গুসন। তাঁর পরিবর্তে নিউজিল্যান্ডের ডানহাতি পেসার কাইল জেমিসনকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস। তিনি ২ কোটি রুপিতে দলে যোগ দেবেন।

গুজরাট টাইটান্সের ইংলিশ ব্যাটার জস বাটলার জাতীয় দলের দায়িত্ব পালনের জন্য ২৫ মে'র পর আইপিএল ছাড়বেন। তাঁর পরিবর্তে দলে আসছেন শ্রীলঙ্কার কুশল মেন্ডিস। ২৬ মে থেকে মেন্ডিস গুজরাট দলে অন্তর্ভুক্ত হবেন। তাঁকে নেওয়া হয়েছে ৭৫ লাখ রুপিতে।

চোটে আক্রান্ত মায়াঙ্ক যাদবের পরিবর্তে লখনৌ সুপার জায়ান্টস দলে নিয়েছে নিউজিল্যান্ডের পেসার উইলিয়াম ও’রর্ককে। পিঠের চোটের কারণে যাদব আইপিএলের বাকি অংশে খেলতে পারবেন না। ও’রর্ককে নেওয়া হয়েছে ৩ কোটি রুপির রিজার্ভ মূল্যে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three