Image

ইংল্যান্ডের লিগে সাব্বির রহমানের ১৫২, ইমনের মতোই হাঁকালেন ৯ ছক্কা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 5 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ইংল্যান্ডের লিগে সাব্বির রহমানের ১৫২, ইমনের মতোই হাঁকালেন ৯ ছক্কা

ইংল্যান্ডের লিগে সাব্বির রহমানের ১৫২, ইমনের মতোই হাঁকালেন ৯ ছক্কা

ইংল্যান্ডের লিগে সাব্বির রহমানের ১৫২, ইমনের মতোই হাঁকালেন ৯ ছক্কা

থেমস ভ্যালি ক্রিকেট লিগের ডিভিশন ওয়ানের ম্যাচে উক্সব্রিজ ক্রিকেট ক্লাবের হয়ে ১৫২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন সাব্বির রহমান। তার দল উক্সব্রিজ ম্যাচ জিতেছে ১৩১ রানে। মাত্র ৯৬ বল খেলে ১২ চার ও ৯ ছক্কায় এই অতিমানবীয় ইনিংস সাজান সাব্বির। 

গত রাতে আরব-আমিরাতের মাঠে বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৯ ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়েন ওপেনার পারভেজ হোসেন ইমন। একইদিনে বাংলাদেশের আরেক তারকা ব্যাটার সাব্বির রহমান ৯ ছক্কা হাঁকালেন ইংল্যান্ডের লিগে। দেড়শ রানের ইনিংস খেলে দলকেও জিতিয়েছেন বড় ব্যবধানে।

 আমেরশাম ক্রিকেট ক্লাবকে ১৩১ রানে পরাজিত করেছে সাব্বিরের দল উক্সব্রিজ। এদিন মাত্র ৯৬ বলে ১৫২ রানের অপরাজিত এক ইনিংস খেলেন এই টাইগার ব্যাটার। যেখানে তিনি হাকিয়েছেন ৯ ছক্কা ও ১২ চার। এতে ৩৪৮ রানের বিশাল সংগ্রহ পায় তার দল। সাব্বিরের ১৫২ ছাড়াও আমান কাদ্রির ব্যাট থেকে আসে ১৩৪ রান। 

এরপর অবশ্য বল হাতেও ৪ ওভার করেছেন সাব্বির। ২৭ রান খরচ করেও থাকেন উইকেট। টুর্নামেন্টে দুই ম্যাচ খেলা উক্সব্রিজ সাব্বিরের কল্যাণে পেল প্রথম জয়ের দেখা। প্রথম ম্যাচে অবশ্য হাসেনি সাব্বিরের ব্যাট। বয়েন হিল ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৩৪ বল খেলে করতে পারেন ২৯ রান। 

এমন দুর্দান্ত পারফরমেন্সের স্কোরকার্ড নিজের ফেসবুক পেইজে শেয়ার করে সাব্বির রহমান লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। একটি ভালো পারফরম্যান্স সব সময়ই ভালো; সেটা যেখানেই হোক না কেন। দয়া করে আমাকে আপনার দোয়ায় রাখবেন।’

Details Bottom
Details ad One
Details Two
Details Three