Image

আরব-আমিরাতে থাকা বাংলাদেশি প্রবাসীদের প্রতি ওয়ালটনের স্যালুট

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 6 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আরব-আমিরাতে থাকা বাংলাদেশি প্রবাসীদের প্রতি ওয়ালটনের স্যালুট

আরব-আমিরাতে থাকা বাংলাদেশি প্রবাসীদের প্রতি ওয়ালটনের স্যালুট

আরব-আমিরাতে থাকা বাংলাদেশি প্রবাসীদের প্রতি ওয়ালটনের স্যালুট

বাংলাদেশের অর্থনীতির বড় একটি অংশ নির্ভর করে প্রবাসী আয়ের ওপর। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স হয়ে ওঠে অর্থনীতির জন্য অক্সিজেন। সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত রেমিট্যান্স–যোদ্ধাদের যথাযথ মর্যাদা ও ভালোবাসা দেখিয়েছে ওয়ালটন। গতকাল বাংলাদেশের খেলার সময় শারজাহ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠল তাদের প্রতি অভিনব সম্মান প্রদর্শন। 

রেমিট্যান্স যোদ্ধারাই দেশের রিয়েল হিরো। এই প্রবাসী যোদ্ধারাই দেশের অর্থনৈতিক সংকটের সময় ঢাল হয়ে দাঁড়ান। বিশেষত, ডলার–সংকটের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রবাসী আয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অথচ তাঁদের উপেক্ষা করে দেশকে এগিয়ে নেওয়া অসম্ভব। এবার আরব আমিরাতের মাঠে বাংলাদেশের খেলার সময় রেমিট্যান্স যোদ্ধাদের ভালোবাস জানালো ওয়ালটন পরিবার। 

যাদের শ্রমে-ঘামে সমৃদ্ধ আমাদের রেমিট্যান্স, সেই প্রবাসীদের প্রতি ওয়ালটনের শ্রদ্ধা; তা ভেসে উঠল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে, 'যখন আমাদের বাঘরা মাঠে গর্জন করছে, আমাদের প্রকৃত নায়ক যারা, তারা (প্রবাসী) বিদেশে আমাদের পতাকা উত্তোলন করছে। সংযুক্ত আরব আমিরাতের সকল বাংলাদেশী প্রবাসীদের ওয়ালটনের স্যালুট।' 

এমন আবেগঘন মেসেজ দেখে উচ্ছ্বসিত হয়েছেন মাঠে উপস্থিত রেমিট্যান্স যোদ্ধাসহ টিভি স্ক্রিনের সামনের সকল বাংলাদেশি দর্শক। 
 
‘বাংলাদেশ বনাম সংযুক্ত আরব আমিরাত (ইউএই) টি-টোয়েন্টি সিরিজ ২০২৫’-এর টাইটেল স্পন্সর হয়েছে দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। ক্রিকেটে নিয়মিত পৃষ্ঠপোষকতা করা এই প্রতিষ্ঠানটি এবারও বাংলাদেশ জাতীয় দলের পাশে থেকে ক্রিকেটপ্রেমীদের উৎসাহিত করছে।

বাংলাদেশের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ালটন এক সুপরিচিত নাম। ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল), ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিডিএল), বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) সহ বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্টে তারা নিয়মিত পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত থাকে। তাদের জনপ্রিয় স্লোগান “যেখানে ক্রিকেট, সেখানে ওয়ালটন” বাস্তবেই প্রমাণ করে তারা দেশের ক্রীড়াঙ্গনের সত্যিকারের শুভাকাঙ্ক্ষী।

Details Bottom
Details ad One
Details Two
Details Three