ওয়ালটন টাইটেল স্পন্সর ‘বাংলাদেশ বনাম ইউএই টি-টোয়েন্টি সিরিজ ২০২৫’-এ

ওয়ালটন টাইটেল স্পন্সর ‘বাংলাদেশ বনাম ইউএই টি-টোয়েন্টি সিরিজ ২০২৫’-এ
ওয়ালটন টাইটেল স্পন্সর ‘বাংলাদেশ বনাম ইউএই টি-টোয়েন্টি সিরিজ ২০২৫’-এ
শারজাহতে আজ শুরু হচ্ছে দুই ম্যাচের টি-টোয়েন্টি লড়াই
ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর—‘বাংলাদেশ বনাম সংযুক্ত আরব আমিরাত (ইউএই) টি-টোয়েন্টি সিরিজ ২০২৫’-এর টাইটেল স্পন্সর হয়েছে দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। ক্রিকেটে নিয়মিত পৃষ্ঠপোষকতা করা এই প্রতিষ্ঠানটি এবারও বাংলাদেশ জাতীয় দলের পাশে থেকে ক্রিকেটপ্রেমীদের উৎসাহিত করছে।
শনিবার, ১৭ মে ২০২৫ থেকে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে এই দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ঐতিহ্যবাহী এই স্টেডিয়াম বহু ঐতিহাসিক ক্রিকেট ম্যাচের সাক্ষী। আজ বাংলাদেশ সময় রাত ৯টায় অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।
সিরিজটির নামকরণ করা হয়েছে ‘Walton UAE vs Bangladesh T20 Series 2025’, যা ক্রিকেট-দর্শকদের মনে আরও বাড়তি উত্তেজনা যোগ করবে। ওয়ালটনের এই স্পন্সরশিপ দেশের ক্রীড়াঙ্গনে তাদের অঙ্গীকার ও অবদানকেই আবারও তুলে ধরেছে।
বাংলাদেশের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ালটন এক সুপরিচিত নাম। ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল), ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিডিএল), বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) সহ বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্টে তারা নিয়মিত পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত থাকে। তাদের জনপ্রিয় স্লোগান “যেখানে ক্রিকেট, সেখানে ওয়ালটন” বাস্তবেই প্রমাণ করে তারা দেশের ক্রীড়াঙ্গনের সত্যিকারের শুভাকাঙ্ক্ষী।
এই সিরিজে বাংলাদেশ এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিনটি ম্যাচ খেলেছে এবং সবকটিতেই জয় পেয়েছে। ফলে এবারও জয়ের ধারা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে টাইগাররা।