২০২৫ সালে বাংলাদেশের যত খেলা
২০২৫ সালে বাংলাদেশের যত খেলা
২০২৫ সালে বাংলাদেশের যত খেলা
২০২৪ এর মতো ২০২৫ সালেও ক্রিকেট মাঠে ব্যস্ত সময় কাটতে যাচ্ছে বাংলাদেশের খেলোয়াড়দের। বছরের প্রথম মাসে কোনও আন্তর্জাতিক খেলা না থাকলেও চলছে বিপিএল। এই টুর্নামেন্ট শেষ হতে না হতেই শুরু হয়ে যাবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এই বছর অবশ্য টেস্ট ম্যাচ কম খেলবে বাংলাদেশ। মূলত ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটেই ব্যস্ত সময় কাটাবে টাইগাররা।
নতুন বছরের ক্যালেন্ডারে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া সূচি অনুসারে ৪৩-টির বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ। তার মধ্যে আধিক্য ওয়ানডে ও টি-টোয়েন্টির। এ বছর অবশ্য সাদা পোশাকে কম ম্যাচ খেলবে বাংলাদেশ।
গেল বছরটা বেশ ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটিয়েছে বাংলাদেশ দল। ২০২৪ সালটা মাঠ ও মাঠের বাইরে বাংলাদেশের ক্রিকেটের জন্য ছিল ঘটনাবহুল। বছর শেষেও ব্যস্ততা ফুরোচ্ছে না টাইগারদের। বরং ২০২৫ সাল আরও বেশি ব্যস্ততা নিয়ে অপেক্ষা করছে লাল-সবুজ শিবিরে।
২০২৫ সালে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট সূচি শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অভিযান শুরু হবে দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে প্রথম ম্যাচ খেলার পর বাংলাদেশ দল চলে যাবে পাকিস্তানে। রাওয়ালপিন্ডিতে ২৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। তিন দিন পর স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
মার্চের শেষের দিকে জিম্বাবুয়েকে ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য নিজেদের মাটিতে স্বাগত জানাবে বাংলাদেশ। এরপর বাংলাদেশ দল যাবে পাকিস্তান ও শ্রীলঙ্কা সফরে। মে ও জুন মাসে বাংলাদেশের এই দুই অ্যাওয়ে সিরিজ। আগস্টে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে ভারত। সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে পারে এশিয়া কাপ আসর।
বছর শেষের আগে ঘরের মাঠে বাংলাদেশের আরও দুই সিরিজ, প্রতিপক্ষ হিসেবে পাবে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডকে। উইন্ডিজের বিরুদ্ধে অক্টোবরে সংক্ষিপ্ত ফরম্যাটের ৬ ম্যাচ খেললেও আইরিশ সিরিজ হবে পূর্ণাঙ্গ।
নতুন বছরের প্রথম দিনে দেখে নেওয়া যাক ২০২৫ সালে বাংলাদেশের যত খেলা-
জানুয়ারি-বিপিএল* (ফাইনাল ৭ ফেব্রুয়ারি)
ফেব্রুয়ারি- আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (১৯ ফেব্রুয়ারি- ৯ মার্চ)
মার্চ-বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে (হোম), ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি
মে- বাংলাদেশ বনাম পাকিস্তান (অ্যাওয়ে), ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি
জুন-বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (অ্যাওয়ে), ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি
আগস্ট-বাংলাদেশ বনাম ভারত (হোম), ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি
সেপ্টেম্বর-এশিয়া কাপ (ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি)
অক্টোবর- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ (হোম), ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি
নভেম্বর-বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড (হোম), ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি।