Image

কনস্টাসের কোচ তাহমিদ ইসলামকে বাংলাদেশে আসতে বলেছিলেন হাথুরুসিংহে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
কনস্টাসের কোচ তাহমিদ ইসলামকে বাংলাদেশে আসতে বলেছিলেন হাথুরুসিংহে

কনস্টাসের কোচ তাহমিদ ইসলামকে বাংলাদেশে আসতে বলেছিলেন হাথুরুসিংহে

কনস্টাসের কোচ তাহমিদ ইসলামকে বাংলাদেশে আসতে বলেছিলেন হাথুরুসিংহে

ভিরাট কোহলির সঙ্গে ধাক্কা কান্ডে সাম্প্রতিক সময়ে আলোচনায় উঠে এসেছেন অজি ব্যাটার স্যাম কনস্টাস। মেলবোর্ন টেস্টের বেশীরভাগ আলোই কেড়েছেন ১৯ বছর বয়সী এই ওপেনার। এর পরেই বেড়িয়ে আসে অবাক করা তথ্য। বাংলাদেশের তাহমিদ ইসলাম কোচ হিসাবে কাজ করেন কনস্টাসের সঙ্গে। তবে এবার জানা গেলো আরো চমকপ্রদ তথ্য।

দীর্ঘ সময় ২ মেয়াদে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন চন্দিকা হাথুরুসিংহে। হাথুরুসিংহে যে লেগ স্পিনার পাওয়ার জন্য বিশেষ গুরুত্ব দিয়েছিলেন এটা সবার জানা। কারণেই স্যাম কনস্টাসের কোচ তাহমিদকে দেখে তাকে বাংলাদেশে আসতে বলেছিলেন হাথুরুসিংহে।

তাহমিদ ইসলাম ওপেনিং ব্যাটার হলেও লেগ স্পিনটাও করতে পারেন। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের সময়ে বাংলাদেশ নেটে লেগ স্পিন করেছেন তাহমিদ। সেখানেই তাকে দেখে বাংলাদেশে আসতে বলেন হাথুরুসিংহে। তারপর তাহমিদ দেশে আসেন এবং ২০১৭ বাংলাদেশ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব দলে ছিলেন। তবে ম্যাচ খেলা হয়নি।

সম্প্রতি বাংলাদেশের কয়েকজন সাংবাদিকের সঙ্গে জুমে তাহমিদ এসব কথা জানিয়ে বলেন, "হাথুরুসিংহের সঙ্গে এখন আর যোগাযোগ নেই। ২০১৫ বিশ্বকাপের কথা। বাংলাদেশের নেটে বোলিং করছিলাম, অন্য দলেও করেছি। আমি মূলত ওপেনিং ব্যাটসম্যান ছিলাম, সঙ্গে লেগ স্পিনও করতাম। সে (হাথুরু) খুব ভালো ছিল। সে বলেছিল তোমার বাংলাদেশে আসা উচিত, কিছু জিনিস শিখতে বলেছিলেন।"

বাংলাদেশে অভিজ্ঞতা ভালো ছিল বলে তাহমিদ বলেন, "এটা আমার জন্য ভালো ছিল। আমার মনে হয় আমি স্পিন বোলিং খেলা ও গরমের সঙ্গে মানিয়ে অনুশীলন করা শিখেছি। অসম্ভব গরম ছিল তখন। এটা দারুণ অভিজ্ঞতা ছিল।"

ব্যাক্তিগতভাবে বাংলাদেশী ক্রিকেটারদের সঙ্গে কাজ করার ইচ্ছা আছে জানিয়ে তিনি বলেন, "প্রাইভেটলি কাজ করার প্রস্তাব পেলে করতে চাই। এটা আমার জন্য শেখার অনেক বড় সুযোগ হবে। বাংলাদেশি কোচদের কাছ থেকে শিখতে পারব। আমার মনে হয় ভিন্ন ভিন্ন এরিয়ায়, ভিন্ন দেশ ও ভিন্ন পিচে কাজ করা জ্ঞান আমার জ্ঞান বাড়াবে। সময়মতো সুযোগ এলে আমি অবশ্যই আসতে চাই।"

Details Bottom
Details ad One
Details Two
Details Three