গ্লোবাল সুপার লিগ থেকেই আমার উপর দায়িত্ব ছিল: সাইফ
গ্লোবাল সুপার লিগ থেকেই আমার উপর দায়িত্ব ছিল: সাইফ
গ্লোবাল সুপার লিগ থেকেই আমার উপর দায়িত্ব ছিল: সাইফ
বিপিএলে গতরাতের ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে রংপুর রাইডার্সের ৮ উইকেটের জয়ের অন্যতম নায়ক সাইফ হাসান। ব্যাট হাতে ৬২ রান করে হয়েছেন ম্যাচ সেরা খেলোয়াড়। দ্রুতই উইকেট পড়ে যাওয়ার পর অ্যালেক্স হেলসের সাথে ৮১ বলে ১১৩ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান সাইফ হাসান।
দলের জন্য অবদান রাখতে পেরে খুশি এমনটা জানিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাইফ হাসান বলেন, "যে অবস্থায় নামতে হয়েছে চাপ ছিল অনেক। তবে খুশি যে দলের জন্য অবদান রাখতে পেরেছি। সেখানে হেলসের সাথে কথা বলার পর অনেক সহজ হয়েছে ব্যাটিংটা। আল্লাহর রহমতে ভালো একটা রান হয়েছে।"
গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স। সেখানেও দলের সাথে থেকে আস্থার প্রতিদান দিয়েছেন এই ক্রিকেটার। অন্যদিকে সৌম্য সরকার ইনজুরিতে পড়ায় তার জায়গায় একাদশে নেয়া হয়েছে সাইফকে। সৌম্যের অনুপস্থিতিতে দায়িত্বটা কেমন পালন করছেন এই বিষয়ে সাইফ বলেন,
"অবশ্যই। শুধু এই ম্যাচে না, গ্লোবাল সুপার লিগ থেকেই আমার উপর দায়িত্ব ছিল। সবাই আমাকে ব্যাক করছে, টিম ম্যানেজমেন্ট সবাই আমার উপর বিশ্বাস রেখেছে তাই খুশি।"
বিপিএলে কয়েকজন ক্রিকেটার পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ আনলেও রংপুর রাইডার্সের খেলোয়াড় সাইফ হাসান জানান, "পারিশ্রমিক স্মুথ আছে। যখন যেটা পাওয়ার কথা পেয়েছি।"
পাওয়ার প্লেতে রংপুরের দুই উইকেট তুলে নিয়েও পরে আর ব্যাটারদের আউট করতে পারেনি ফরচুন বরিশালের বোলাররা। মিডল ওভারে রিশাদ হোসেন থাকলে পরিস্থিতিটা অন্যরকম হতো জানিয়ে সাইফ হাসান বলেন,
"রিশাদ তো ভালো বোলার। মাঝের ওভারে উইকেটশিকারী বোলার। গ্লোবাল সুপার লিগেও ভালো করে এসেছে। এই দলে তানভীর ভাই ছিল, উনিও উইকেটশিকারী। সবচেয়ে ভালো বোলার এই দলে পরিস্থিতি অনুযায়ী। রিশাদ অবশ্যই মাঝের ওভারে বাংলাদেশের সেরা বোলার।"