আলোচিত শরফুদ্দৌলা সৈকত এবার ভারতের ম্যাচে ফিল্ড আম্পায়ার
আলোচিত শরফুদ্দৌলা সৈকত এবার ভারতের ম্যাচে ফিল্ড আম্পায়ার
আলোচিত শরফুদ্দৌলা সৈকত এবার ভারতের ম্যাচে ফিল্ড আম্পায়ার
বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে দেখা যাবে সিডনি টেস্টে। সিডনিতে আগামীকাল থেকে শুরু অস্ট্রেলিয়া–ভারত বোর্ডার–গাভাস্কার ট্রফির পঞ্চম ম্যাচ। মেলবোর্ন টেস্টে বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদের দেওয়া সাহসী সিদ্ধান্তের কথা তাই আবার নতুন করে আলোচনায়।
সিডনি টেস্টে অনফিল্ড আম্পায়ার হিসেবে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গী হবেন ইংল্যান্ডের মাইকেল গফ। আর টিভি আম্পায়ারের ভূমিকায় থাকবেন ওয়েস্ট ইন্ডিজের জুয়েল উইলসন।
মেলবোর্ন টেস্টে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ছিলেন টিভি আম্পায়ার হিসেবে। এই ম্যাচেই জন্ম হয় বিতর্কের, স্নিকো প্রযুক্তি কট বিহাইন্ড না ধরতে পারলেও ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়ালকে আউটের সিদ্ধান্ত দেন শরফুদ্দৌলা। আর তাতেই আলোচনায় শরফুদ্দৌলা ইবনে শহীদ। সিদ্ধান্ত নিজেদের পক্ষে না আসায় সন্তুষ্ট হতে পারেননি ভারতের কেউ। তবে ভারতের অধিনায়ক রোহিত শর্মা তৃতীয় আম্পায়ারের পক্ষেই বলেছেন।
৮৪ রানে আউট হওয়া জয়সওয়াল থার্ড আম্পায়ারের সিদ্ধান্তটি মেনে নিতে পারেননি। অনফিল্ড আম্পায়ারদের সঙ্গে মাঠেই তর্কে জড়ান এবং তারপর মাঠ ছাড়েন। শেষ পর্যন্ত মেলবোর্নে ১৮৪ রানে ম্যাচ হেরে সিরিজে ২–১ ব্যবধানে পিছিয়ে পড়ে ভারত। পাঁচ টেস্ট সিরিজের শেষ ম্যাচ শুরু হবে শুক্রবার সিডনিতে।
অস্ট্রেলিয়ায় পাঁচ ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফির চার ম্যাচ শেষে ২-১ ব্যবধানে পিছিয়ে আছে ভারত। ৩ জানুয়ারি শুরু হওয়া সিডনি টেস্টে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌলা। সিরিজ বাঁচাতে হলে যেভাবেই হোক এই ম্যাচ জিততেই হবে ভারতকে।