অন্তত ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে সাইম আইয়ুব
অন্তত ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে সাইম আইয়ুব
অন্তত ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে সাইম আইয়ুব
পাকিস্তানের ওপেনার সাইম আইয়ুব অন্তত ছয় সপ্তাহ পর্যন্ত প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে বাইরে থাকবেন। শুক্রবার নিউল্যান্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ফিল্ডিং করার সময় ডান পায়ের গোড়ালিতে ফ্র্যাকচার হলে এ পরিস্থিতি তৈরি হয়।
শুক্রবার বিকেলে করা একটি এমআরআই পরীক্ষায় ফ্র্যাকচার নিশ্চিত হয়, যা এখন একটি অ্যাঙ্কল মেডিকেল মুন বুট দিয়ে স্থিতিশীল করা হয়েছে।
যদিও সাইম টেস্ট ম্যাচের বাকি অংশে অংশগ্রহণ করতে পারবেন না, তবে তিনি দলের সঙ্গে থাকবেন এবং ম্যাচ শেষে স্কোয়াডের সঙ্গে পাকিস্তানে ফিরে যাবেন।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য নিশ্চিত করে। আজ থেকে ৪৫ দিন পরে পাকিস্তানের ঘরের মাঠে হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে সাইম আইয়ুবের খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। পাকিস্তান সমর্থকদের চাওয়া থাকবে সাইম আইয়ুব যেনো দ্রুততম সময়ে মাঠে ফেরার মত অবস্থায় আসেন।
২২ বছর বয়সী সাইম আইয়ুব ইতোমধ্যে পাকিস্তানের পক্ষে ৭ টেস্ট, ৯ ওয়ানডে ও ২৭ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন। রান করেছেন যথাক্রমে ৩৬৪, ৫১৫, ৪৯৮। ওয়ানডে ফরম্যাটে পেয়েছেন ৩ সেঞ্চুরির দেখা।