৭ উইকেট নিয়ে যত সব রেকর্ড গড়লেন তাসকিন
৭ উইকেট নিয়ে যত সব রেকর্ড গড়লেন তাসকিন
৭ উইকেট নিয়ে যত সব রেকর্ড গড়লেন তাসকিন
বিপিএলে তাসকিন আহমেদের ৭ উইকেট! টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে ৭ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন তাসকিন। বিপিএল ইতিহাসে সেরা বোলিংয়ের রেকর্ডও এখন তাসকিনের। সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় জায়গা করে নিলেন সেরা দুইয়ে। সব ফরম্যাট মিলিয়ে এই প্রথমবার এক ইনিংসে ৭ উইকেট পেলেন তাসকিন। তাতেই যেন তার নামে লেখা হয়ে গেছে একাধিক রেকর্ড।
আজ মিরপুর শের-ই-বাংলায় ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে ৪ ওভার বল করে ১৯ রান দিয়ে ৭ উইকেট নেন তাসকিন। আর তাতেই মোহাম্মদ আমিরের রেকর্ড ভেঙে বিপিএলের ইতিহাস সেরা বোলিং ফিগার এখন তাসকিনের নামে। ২০২০ সালে রাজশাহীর বিপক্ষে খুলনার হয়ে ৪ ওভার বল করে ১৭ রান খরচায় ৬ উইকেট নিয়েছিলেন আমির। যা আজ ভেঙে নিজের নামে লিখলেন তাসকিন।
এছাড়া, স্বীকৃত টি–টোয়েন্টিতে তৃতীয় বোলার হিসেবে ৭ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন তাসকিন আহমেদ। তার আগে টি-টোয়েন্টিতে সাত উইকেট পেয়েছিলেন কেবল দুই জন। নেদারল্যান্ডসের কলিন অ্যাকারম্যান ও মালয়েশিয়ার সিয়াজরুল ইদরুস।
স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশি বোলারদের মধ্যেও সেরা বোলিং ফিগার এখন তাসকিনের। ২০১৩ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বার্বাডোস ট্রাইড্রেন্টসের হয়ে ৪ ওভারে ৬ রানে ৬ উইকেট নেন সাকিব। এতোদিন বাংলাদেশি বোলারদের মধ্যে এটাই ছিল সেরা বোলিংয়ের রেকর্ড। যা আজ ভেঙে তাসকিন লিখলেন নিজের নামে, ৪-০-১৯-৭!
তাসকিনের আরও রেকর্ড, বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারের লিস্টে সাকিব আল হাসানের পরেই তার অবস্থান। ৮০ ম্যাচ খেলা তাসকিনের শিকার ১১২ উইকেট। টপকে গেছেন ১১০ উইকেট পাওয়া রুবেল হোসেনকে।
বিপিএলে সবচেয়ে বেশি উইকেট যাদের-
সাকিব আল হাসান- ১৪৯ উইকেট, ১১৩ ম্যাচ (ইকনোমি ৬.৫০)
তাসকিন আহমেদ- ১১২ উইকেট, ৮০ ম্যাচ (ইকনোমি ৮.২০)
রুবেল হোসেন- ১১০ উইকেট, ৮৮ ম্যাচ (ইকনোমি ৭.৯৮)
মাশরাফি মর্তুজা- ৯৮ উইকেট, ১১০ ম্যাচ (ইকনোমি ৭.০২)
মুস্তাফিজুর রহমান- ৯৩ উইকেট, ৭২ ম্যাচ (ইকনোমি ৭.১৮)