১৮৫ রানেই শেষ ভারত, সিডনি টেস্টেও ব্যাটিং বিপর্যয়
১৮৫ রানেই শেষ ভারত, সিডনি টেস্টেও ব্যাটিং বিপর্যয়
১৮৫ রানেই শেষ ভারত, সিডনি টেস্টেও ব্যাটিং বিপর্যয়
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার সমীকরণের মারপ্যাচে ভারতের জন্য মহা গুরুত্বপূর্ণ সিডনি টেস্টে মাত্র ১৮৫ রানে অলআউট হয়েছে ভারত। আগে ব্যাট করতে নেমে ১ দিন ও প্রথম ইনিংসে ব্যাট করতে পারেনি সফরকারীরা। স্কট বোল্যান্ড, মিচেল স্টার্কদের বোলিং তোপে মাত্র ১৮৫ তে থামে ভারতের প্রথম ইনিংস।
শেষ টেস্টে সিডনি ক্রিকেট মাঠে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রোহিত শর্মার ভারত। মাত্র ৪ রানে শুরুতেই ফেরেন কেএল রাহুল। দলীয় ১৭ রানে আরেক ওপেনার যশস্বী জয়সওয়ালকে হারায় ভারত। তৃতীয় উইকেটে ৪০ রানের জুটি গড়েন শুবমান গিল ও ভিরাট কোহলি।
নাথান লায়নের বলে ২০ রানে গিল আউট হলে ভাঙে এই জুটি। ১৭ রানে বোল্যান্ডের বলে ক্যাচ দিয়ে ফেরেন কোহলি ও। ৭২ রানেই প্রথম চার ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে টিম ইন্ডিয়া। তারপর প্রতিরোধ গড়ার চেষ্টা করেন রিশাব পান্ট।
রিশাবকে সঙ্গ দেয়া রবিন্দ্র জাদেজা ৯৫ বলেন ২৬ রানে স্টার্কের বলে ফেরেন এলবিডব্লু হয়ে। নিতিশ রেড্ডি মারেন গোল্ডেল ডাক। ৪০ রানের ইনিংস খেলে বোল্যান্ডের শিকার হন প্যান্ট। এটাই প্রথম ইনিংসে ভারতের সর্বোচ্চ দলীয় স্কোর।
অজি বোলারদের আক্রমণে একের পর এক উইকেট হারাতে থাকে ভারত। শেষদিকে ওয়াশিংটন সুন্দর করেন ১৪ ও জাসপ্রিত বুমরাহ করেন ২২ রান। প্রথম দিন মাত্র ৭২.২ ওভার খেলেই ১৮৫ রানে অলআউট হয় ভারত।
অস্ট্রেলিয়ার হয়ে ৪ টি উইকেট শিকার করেন স্কট বোল্যান্ড, ৩ টি পান মিচেল স্টার্ক। ২ টি পান প্যাট কামিন্স।