Image

বিপিএল খেলতে বিগ ব্যাশকে ‘না’, সেই রিশাদ কেন বরিশালের বেঞ্চে?

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিপিএল খেলতে বিগ ব্যাশকে ‘না’, সেই রিশাদ কেন বরিশালের বেঞ্চে?

বিপিএল খেলতে বিগ ব্যাশকে ‘না’, সেই রিশাদ কেন বরিশালের বেঞ্চে?

বিপিএল খেলতে বিগ ব্যাশকে ‘না’, সেই রিশাদ কেন বরিশালের বেঞ্চে?

বিগ ব্যাশে সুযোগ পেয়ে প্রসংশায় ভেসেছিলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। তবে বিপিএলের সাথে সূচি মিলে যাওয়ায় বিগ ব্যাশকে 'না' বলে দিয়েছেন রিশাদ। খেলতে চেয়েছেন ফরচুন বরিশালের হয়ে। তবে তাও তাকে একাদশে না রেখে বেঞ্চে বসিয়ে রেখেছে বরিশাল টিম ম্যানেজমেন্ট। এবার রিশাদের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন দলটির কোচ মিজানুর রহমান বাবুল। 

ইতিমধ্যেই বিপিএলে ২ ম্যাচ খেলে ফেলেছে ফরচুন বরিশাল। যার একটিতেও একাদশে ছিলেন না রিশাদ হোসেন। ভবিষ্যতে এই লেগ স্পিনারকে খেলানো হবে কিনা এমন প্রশ্নের উত্তরে দলটির কোচ মিজানুর রহমান বাবুল বলেন,

"হ্যাঁ রিশাদ আমাদের গুরুত্বপূর্ণ বোলারদের মধ্যে একজন। কম্বিনেশনের জন্য হয়ত রিশাদ খেলছে না। তবে মাত্র ২ ম্যাচ গেলো। আমাদের প্ল্যানে অবশ্যই রিশাদ আছে।"

তিনি আরো বলেন, "দেখেন সবাই পেশাদার প্লেয়ার। সবার আগে টিম ফার্স্ট। টিম কী চিন্তা করবে, টিম কী কম্বিনেশনে খেললে দল জিতবে। আজ রাতের ম্যাচ ছিল, অন্য কম্বিনেশন করতে গিয়ে রিশাদের খেলা হচ্ছে। মাত্র ২ ম্যাচ হল, অনেক সময় বাকি আছে। রিশাদ অবশ্যই খেলবে, রিশাদ আমাদের গুরুত্বপূর্ণ প্লেয়ার।"

গতরাতে রংপুর রাইডার্সের কাছে হেরেছে বরিশাল। ম্যাচে কি ভুল ছিলো তার উত্তরে কোচ বলেন, "যখন ব্যাট করছিলাম সবই ঠিক ছিল। টি-টোয়েন্টি বা অন্য কোনো খেলায় যদি উইকেট পড়ে যায়, আমাদের ব্যাক টু ব্যাক তিন উইকেট গিয়েছে, নিচের দিকেও গিয়েছে। আমাদের যে রানটা দরকার ছিল সেটা হয়ে উঠেনি।"

Details Bottom
Details ad One
Details Two
Details Three