ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে দলে তাসকিন আহমেদ
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে দলে তাসকিন আহমেদ
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে দলে তাসকিন আহমেদ
২০২৪ সালের সেরা ওয়ানডে একাদশ বাছাই করেছে বিশ্বখ্যাত ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। যেখানে পেস বোলার কোটায় জায়গা পেলেন তাসকিন আহমেদ। একমাত্র বাংলাদেশি হিসেবে তাসকিন ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে দলে। তবে ১১ জনের মধ্যে ৭ জনই আফগানিস্তান-শ্রীলঙ্কার।
২০২৪ সালের সার্বিক পারফর্ম্যান্সের উপর ভিত্তি করে বর্ষসেরা ওয়ানডে দল তৈরি করে ইএসপিএন ক্রিকইনফো। যেখানে সাতজন খেলোয়াড় শ্রীলঙ্কা ও আফগানিস্তানের। বাকি ৪ ক্রিকেটার বাংলাদেশ, পাকিস্তান, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের।
২০২৪ সাল জুড়ে ওয়ানডে ফরম্যাটে বোলিং নৈপুণ্যের স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ। ৭ ম্যাচ খেলে ২৩.৯ গড়ে তাসকিনের নামের পাশে উইকেট সংখ্যা ১৪। গেল বছরে তার সেরা বোলিং ফিগার আফগানিস্তানের বিপক্ষে শারজাহর মাঠে, ৫৩ রান খরচায় পান ৪ উইকেট। বছরে এই একবারই তাসকিন শিকার করেন ৪ উইকেট।
সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দুই ম্যাচে অবশ্য বল হাতে ব্যর্থ হন, পান কেবল ১ উইকেট। তবে তাসকিন আলো ছড়িয়েছেন বছরের শুরুতেই, মার্চ মাসে চট্টগ্রামের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে। ৩ ম্যাচে ১৮.৮৭ গড়ে নিয়েছেন মোট ৮ উইকেট। সিরিজের সেরা বোলার; এই দুর্দান্ত পারফরম্যান্স তাসকিনকে ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ইএসপিএন ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশ-
পাথুম নিসাঙ্কা, রহমানউল্লাহ গুরবাজ, কুশল মেন্ডিস (উইকেটকিপার), চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), শেরফানে রাদারফোর্ড, লিয়াম লিভিংস্টোন, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, ওয়ানিন্দু হাসারাঙ্গা, তাসকিন আহমেদ, হারিস রউফ।