Image

যেভাবে চিটাগং কিংস শিবিরকে অনুপ্রাণিত করছেন মেন্টর আফ্রিদি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
যেভাবে চিটাগং কিংস শিবিরকে অনুপ্রাণিত করছেন মেন্টর আফ্রিদি

যেভাবে চিটাগং কিংস শিবিরকে অনুপ্রাণিত করছেন মেন্টর আফ্রিদি

যেভাবে চিটাগং কিংস শিবিরকে অনুপ্রাণিত করছেন মেন্টর আফ্রিদি

সাকিব আল হাসান সহ তারকা বিদেশি খেলোয়াড় কিনে বিপিএলে চমক দিয়েছিলো চিটাগং কিংস। তবে সেই খেলোয়াড়রা শেষ পর্যন্ত খেলতে না আসায় বিপদে পড়েছে দলটি।  হেরে বসেছে বিপিএলের প্রথম ম্যাচটিও। তবে দুর্বার রাজশাহীর বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে কামব্যাক করেছে চিটাগং। 

শুধু খেলোয়াড় দিয়েই নয়, বিদেশি হোস্ট, মেন্টর এনেও চমক দিয়েছে চিটাগং কিংস। সাবেক পাকিস্তানি ক্রিকেট শহীদ আফ্রিদি দলটির মেন্টর। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আফ্রিদির সম্পর্কে দলটির প্রতিনিধি আরাফাত সানি বলেন,

"যেহেতু মেন্টর আমাদের, অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছে, অনেক অভিজ্ঞ। আমাদের সাথে অনেক অভিজ্ঞতা শেয়ার করেছে। ভালো ক্রিকেট খেলার জন্য যা যা তথ্য দেওয়ার দরকার সবকিছুই শেয়ার করতেসে।"

বিপিএলে প্রথম জয় পেয়ে ভালো লাগছে জানিয়ে সানি বলেন, "অবশ্যই প্রথম জয় পেয়েছি। ভালো লাগার ব্যাপার। দলের সবাই চেষ্টা করেছে। ব্যাটিংটা শুরুতে উইকেট পড়ার পর উসমান এবং ক্লার্কের ব্যাটিংয়ে ভালো স্কোর পাওয়াতে ম্যাচটা জিততে পেরেছি।"

দুর্বার রাজশাহীর বিপক্ষে ৪ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন আরাফাত সানি। নিজের বোলিং সম্পর্কে তিনি বলেন, "আলহামদুলিল্লাহ। প্ল্যান অনুযায়ী বল করতে পেরেছি। দলের জন্য অবদান রাখতে পেরেছি। আমি আমার সেরাটা দিতে পেরেছি। আলহামদুলিল্লাহ।"

এবারের বিপিএলে প্রথম সেঞ্চুরি করা উসমান খান সম্পর্কে তিনি বলেন, "বোলারদের জন্য বড় স্কোর থাকলে চাপটা কম থাকে। ওদের শুরু কিন্তু ভালো করেছে। শর্টার ভার্সনে কিন্তু ৬ ওভারের উপর খেলাটা নির্ভর করে। আমরা আমাদের প্রসেসে ছিলাম, প্যানিক যাতে না হই। ২০০ রান কিন্তু প্রতি ওভারে ১২ করে দরকার ছিল। এত সোজা না। ১-২ ওভার হয়ত রান হবে, আমরা শান্ত ছিলাম। মাঝে ১-২টা উইকেট পড়ে গেলে ওরাও চাপে পড়ে যাবে।"

Details Bottom
Details ad One
Details Two
Details Three