Image

২০২৪ সালে টেস্টে বাংলাদেশের সবার সেরা মিরাজ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
২০২৪ সালে টেস্টে বাংলাদেশের সবার সেরা মিরাজ

২০২৪ সালে টেস্টে বাংলাদেশের সবার সেরা মিরাজ

২০২৪ সালে টেস্টে বাংলাদেশের সবার সেরা মিরাজ

ব্যাটে, বলে অসাধারণ একটি বছর কাটিয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। টেস্ট ফরম্যাটে ২০২৪ সালে বাংলাদেশের সেরা খেলোয়াড় তিনি। গেল বছরে সর্বোচ্চ রানের সাথে মিরাজ বল হাতে উইকেটও নিয়েছেন সবচেয়ে বেশি। 

২০২৪ সালে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন মেহেদী হাসান মিরাজ। ১৮ ইনিংসে তার রান ৬১৪, গড় প্রায় ৩৯, কোনো শতক না থাকলেও রয়েছে ৪ টি অর্ধশতক। এক ইনিংসে মিরাজের সর্বোচ্চ রান ৯৭। স্ট্রাইকরেট ৫৫.১৬। 

ব্যাটারদের মত ২০২৪ এ বাংলাদেশের সেরা টেস্ট বোলারও মেহেদী হাসান মিরাজ। ১৮ ইনিংসে মিরাজের উইকেট সংখ্যা ৩১টি। ৩৬ গড়ে তার সেরা বোলিং ফিগার ৬১ রানে ৫ উইকেট। ইকোনমি মাত্র ৩.৪০।

২০২৪ সালে বাংলাদেশ খেলেছে মোট ১০ টি টেস্ট। তার মধ্যে জয় ৩ টিতে এবং হার বাকি ৭ টিতেই। পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে বাংলাদেশ। অন্যদিকে শ্রীলঙ্কার কাছে হেরে বছরটা শুরু করে দলটির তারপর একে একে হেরেছে ভারত, দক্ষিণ আফ্রিকা ও সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের কাছে। এবছর ১০ ম্যাচে ৩ জয় নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ৭ নাম্বারে অবস্থান বাংলাদেশের।

Details Bottom
Details ad One
Details Two
Details Three