Image

বয়স মাত্র ১৭ বছর ১৬৮ দিন, আয়ুশ মাহাত্রে গড়লেন বিশ্বরেকর্ড

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বয়স মাত্র ১৭ বছর ১৬৮ দিন, আয়ুশ মাহাত্রে গড়লেন বিশ্বরেকর্ড

বয়স মাত্র ১৭ বছর ১৬৮ দিন, আয়ুশ মাহাত্রে গড়লেন বিশ্বরেকর্ড

বয়স মাত্র ১৭ বছর ১৬৮ দিন, আয়ুশ মাহাত্রে গড়লেন বিশ্বরেকর্ড

আয়ুশ মাহাত্রে, বয়স মাত্র ১৭ বছর ১৬৮ দিন। এই বয়সেই নিজের নামে লিখেছেন বিশ্বরেকর্ড। লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে কম বয়সে ১৫০ রানের ইনিংস খেলার রেকর্ড এখন আয়ুশের নামে। ভেঙেছেন ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়ালের রেকর্ড। 

১৭ বছরের বিস্ময় বালক আয়ুশ মাহাত্রে চলমান বিজয় হাজারে ট্রফিতে নাগাল্যান্ডের বিপক্ষে ম্যাচে খেলেছেন রেকর্ড গড়া এক ইনিংস। যশস্বী জয়সওয়ালের রেকর্ড ভেঙে মুম্বাইয়ের আয়ুশ মাহাত্রে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে পুরুষদের লিস্ট এ ক্রিকেটে ১৫০-এর বেশি রান করার নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন।

আয়ুশ ১৭ বছর ১৬৮ দিনে এই রেকর্ড গড়েন। এর আগে জয়সওয়াল ১৭ বছর ২৯১ দিন বয়সে এই কীর্তি অর্জন করেছিলেন। ২০১৯ সালে ঝাড়খণ্ডের বিরুদ্ধে একই দল মুম্বাইয়ের হয়েই জয়সওয়াল খেলেছিলেন।

এই মৌসুমে মুম্বাইয়ের হয়ে অভিষেক হওয়া আয়ুশ ১১ ছক্কা এবং ১৫টি চারের সাহায্যে ১১৭ বলে ১৮১ রান করে। এমন অতিমানবীয় ইনিংসে চড়ে তার দল ৫০ ওভারে ৭ উইকেটে ৪০৩ রান তোলে। আয়ুশ ইরানি কাপ জয়ী মুম্বাই দলের অংশ ছিলেন।

এখন পর্যন্ত ৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে আয়ুশ ২টি সেঞ্চুরি ও ১টি ফিফটিও করেছেন।

Details Bottom