বক্সিং-ডে টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে ভারতকে লড়াইয়ে রাখলেন রেড্ডি
বক্সিং-ডে টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে ভারতকে লড়াইয়ে রাখলেন রেড্ডি
বক্সিং-ডে টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে ভারতকে লড়াইয়ে রাখলেন রেড্ডি
মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনের পুরোটা সময় দাপট দেখিয়েছে ভারতীয় ব্যাটাররা। গতকালের ধাক্কা সামলে নিতিশ কুমার রেড্ডির সেঞ্চুরিতে ৯ উইকেট হারিয়ে ৩৫৮ রান করে তৃতীয় দিনের খেলা শেষ করেছে ভারত। হাতে ১ উইকেট, প্রথম ইনিংসে এখনও অস্ট্রেলিয়ার চেয়ে ১১৬ রানে পিছিয়ে ভারত।
৫ উইকেটে ১৬৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। আগের দিন ৬ রানে অপরাজিত থাকা রিশাব প্যান্ট তৃতীয় দিনের শুরুতেই ফেরেন ২৮ রান করে। একটু পরে ১৭ রানে লেগ বিফোরের ফাঁদে পড়ে রবীন্দ্র জাদেজা। ২২১ রানে ৭ উইকেট হারিয়ে বিপদে পড়ে ভারত।
অষ্টম উইকেটে ওয়াশিংটন সুন্দরকে নিয়ে ১২৭ রানের জুটি গড়েন নিতিশ রেড্ডি। নাথান লায়নের বলে স্টিভ স্মিথের হাতে ক্যাচ দিয়ে ৫০ রান করে জুটি ভাঙেন ওয়াশিংটন। তারপর শূন্য রানে থাকা জাসপ্রীত বুমরাহকে ফেরান প্যাট কামিন্স।
দিন শেষে সেঞ্চুরি পূর্ন করে ১০৫ রানে অপরাজিত থাকেন নিতিশ রেড্ডি। তার ইনিংসে ছিল ১০টি চার ও ১ টি ছক্কা। অপর প্রান্তে ২ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়ার হয়ে ৩ টি করে উইকেট শিকার করেন প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড। আর ২ টি উইকেট পান নাথান লায়ন।