ভারতের বিরুদ্ধে সিডনি টেস্টে নেই মার্শ, ওয়েবস্টারের অভিষেক
ভারতের বিরুদ্ধে সিডনি টেস্টে নেই মার্শ, ওয়েবস্টারের অভিষেক
ভারতের বিরুদ্ধে সিডনি টেস্টে নেই মার্শ, ওয়েবস্টারের অভিষেক
মিচেল মার্শকে বাদ দিয়েই শুক্রবার শুরু হতে যাওয়া সিডনি টেস্টের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দীর্ঘ সময় ধরে অফফর্মে থাকায় অস্ট্রেলিয়া দলে জায়গা হারিয়েছেন এই ক্রিকেটার। বিষয়টি নিশ্চিত করেছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। মার্শের বদল দলে নেওয়া হয়েছে আরেক পেস-বোলিং অলরাউন্ডার বিউ ওয়েবস্টারকে।
একাদশ জানাতে গিয়ে কামিন্স বলেন, "মিচেল মার্শ তো প্রত্যাশা মতো রান কিংবা উইকেট, কিছুই পেল না। আমাদের মনে হয়েছে তার একটু বিশ্রাম নিয়ে তরতাজা হওয়ার সময় হয়েছে। বো ওয়েবস্টার দলে এসেছে, ওর সময়টা দারুণ যাচ্ছে। মিচের জন্য ব্যাপারটা দুঃখজনক কারণ আমরা জানি সে দলের জন্য কতটা কী করতে পারে। তবে আমাদের মনে হয়েছে বোকে সুযোগ দেওয়ার এটাই সময়।"
ভারতের বিপক্ষে সিরিজে প্রথম চার টেস্টে মোট ৭৩ রান করেছেন মিচেল মার্শ। গড় মাত্র ১০.৪২। বল হাতেও দেখাতে পারেননি সফলতা। বর্ডার গাভাস্কার ট্রফির ৪ ম্যাচে নিয়েছেন মাত্র ৩ উইকেট। এ কারণেই বাদ পরতে হয়েছে এই ক্রিকেটারের।
অন্যদিকে অভিষেকের অপেক্ষায় থাকা ওয়েবস্টার। গতবারের শেফিল্ড শিল্ডে প্রায় ৫৯ গড়ে ৯৩৮ রান করেন। বল হাতে নেন ৩০ উইকেট।
পঞ্চম টেস্টের জন্য অস্ট্রেলিয়া একাদশ:
স্যাম কনস্টাস, উসমান খাজা, মারনাস লাবুশেইন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, বিউ ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, স্কট বোল্যান্ড।