জিশান আলম: এনসিএলে ১০০, বিপিএলে ০, ০
জিশান আলম: এনসিএলে ১০০, বিপিএলে ০, ০
জিশান আলম: এনসিএলে ১০০, বিপিএলে ০, ০
জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির প্রথম ম্যাচেই ১০ ছক্কায় জিশান আলম করেন সেঞ্চুরি। এনসিএলে রান উৎসবে মেতে থাকা জিশান বিপিএলে যেন নিজেকে খোঁজেই পাচ্ছেন না। এখন অবদি দুর্বার রাজশাহীর হয়ে খেলা দুই ম্যাচে জিশানের দুই ডাক। এনসিএলে জিশান মারেন ২২টি ছক্কা, আর বিপিএল শুরু করলেন ০, ০ তে।
এনসিএলে ২০ বছর বয়সী জিশান ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন, উদ্বোধনী ম্যাচেই ঝড় তুলেছিলেন। হয়েছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। আর নিজের প্রথম বিপিএলে নেমে মারলেন ব্যাক টু ব্যাক ডাক। দুর্বার রাজশাহীর হয়ে জিশান শূন্য থেকেই বের হতে পারছেন না।
চলমান বিপিএলের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের বিপক্ষে জিশান দুই বল খেলে আউট হয়েছেন ০ রানে। সেদিন মিরপুরে কাইল মায়ের্সের ডেলিভারিতে স্টাম্প ভাঙে। নিজে ডাক হয়ে এরপর বল হাতে নিয়ে নাজমুল হোসেন শান্তকে দেন গোল্ডেন ডাকের স্বাদ। দুই দিন বিরতির পর দ্বিতীয় ম্যাচে নেমেও জিশানের ব্যাটে সেই একই ০। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে এই ম্যাচে অবশ্য খেলতে পারেন ৮ বল। জিশান বিপিএলে দ্বিতীয়বারের মতো ফেরেন শূন্যতে।
জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির উদ্বোধনী ম্যাচেই মারকুটে সেঞ্চুরি হাঁকান জিশান আলম। সিলেট বিভাগের হয়ে ওপেন করতে নেমে ১০ ছক্কায় ৫২ বলে শতক তুলে নিয়েছিলেন তরুণ এই ডানহাতি ব্যাটার। টুর্নামেন্টে সবমিলিয়ে সবচেয়ে বেশি ২২টি ছক্কা মারেন জিশান। ৭ ম্যাচে ১৫৮.৭৫ স্ট্রাইক রেটে জিশানের ব্যাট থেকে আসে ২৮১ রান। তার ব্যাটিং গড়ও ছিল চোখে পড়ার মতো ৪০.১৪।