৩১০ রানে পিছিয়ে থাকা ভারত করছে ফলোঅন এড়ানোর চিন্তা

৩১০ রানে পিছিয়ে থাকা ভারত করছে ফলোঅন এড়ানোর চিন্তা
৩১০ রানে পিছিয়ে থাকা ভারত করছে ফলোঅন এড়ানোর চিন্তা
দিনের শেষ বেলায় ৩ উইকেট হারিয়ে বেশ বিপদে ভারত। ১৬৪ রানে ৫ উইকেট হারিয়ে মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ভারত। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার চেয়ে এখনো ৩১০ রানে পিছিয়ে সফরকারীরা।
শুক্রবার মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে সেঞ্চুরি পান স্টিভেন স্মিথ। ১৪০ রানের ইনিংস খেলে আকাশ দীপের বলে ফেরেন এই ব্যাটার। প্রথম দিন ৮ রানে অপরাজিত থাকা কামিন্স দ্বিতীয় দিন আউট হন ৪৯ রানের ইনিংস খেলে। শেষের দিকে মিচেল স্টার্ক করেন ১৫ এবং নাথান লায়ন করেন ১৩ রান। দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া অলআউট হয় ৪৭৪ রানে।
ভারতের হয়ে ৪ টি উইকেট পান জাসপ্রীত বুমরাহ। ৩ টি পান রবীন্দ্র জাদেজা। ২ টি পান আকাশ দ্বীপ।
দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া অলআউট হওয়ার ভারত প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামলে ৫২ রান তুলতেই ২ উইকেট হারিয়ে ফেলে। প্যাট কামিন্সের জোড়া আঘাতে ৩ রানে ফেরেন রোহিত শর্মা এবং ২৪ রানে ফেরেন লোকেশ রাহুল।
তৃতীয় উইকেটে ১০২ রানের জুটি গড়েন যশস্বী জয়সওয়াল ও ভিরাট কোহলি। কোহলির সাথে ভুল বোঝাবুঝিতে ৮২ রানে রান আউট হন জয়সওয়াল। স্কোরবোর্ডে ১ রান যোগ করতেই ক্যাচ দিয়ে ৩৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন ভিরাট কোহলি ও। তারপর শূন্য রানে আকাশ দ্বীপ আউট হলে আরো চাপে পড়ে ভারত।
রিশাব প্যান্ট ৬ ও রবীন্দ্র জাদেজা ৪ রানে অপরাজিত থেকে শেষ করেন দ্বিতীয় দিনের ব্যাটিং। অজিদের হয়ে ২ টি করে উইকেট নেন প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ড।