ছাত্র আন্দো'লনের প্রতিচ্ছবি রংপুর রাইডার্সের জার্সিতে
ছাত্র আন্দো'লনের প্রতিচ্ছবি রংপুর রাইডার্সের জার্সিতে
ছাত্র আন্দো'লনের প্রতিচ্ছবি রংপুর রাইডার্সের জার্সিতে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্র্যাকটিস জার্সিতে ভিন্নতা এনেছে রংপুর রাইডার্স। শহীদদের রক্তের প্রতীক হিসেবে লাল রং এবং নতুন বাংলাদেশের প্রতীক হিসেবে সবুজ রং ব্যবহার করা হয়েছে এই জার্সিতে।
বৃহস্পতিবার রংপুর রাইর্ডাসের অফিসিয়াল ফেসবুক পেইজে জার্সির কয়েকটি ছবি দিয়ে ক্যাপশনে লেখা হয়, "রংপুর রাইডার্সের প্র্যাকটিস জার্সিতে এসেছে ভিন্নতা: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণ করা হয়েছে পরম শ্রদ্ধায়।"
মিরপুর একাডেমি মাঠে আজ এই নতুন লাল সবুজের প্র্যাকটিস জার্সি পরেই অনুশীলন করতে দেখা যায় রংপুর রাইডার্সের খেলোয়াড়দের। সাধারণত নীল জার্সি পরেই আগের আসর গুলোতে অনুশীলন করতে দেখা যেতো রাইডার্সদের।
শহীদদের স্মরণে নতুন এই জার্সির ডিজাইনে আছে বৈচিত্র্যতা। জার্সির নিচের অংশে লাল রংয়ের কিছু মানুষের হাতে লাল পতাকা দেখতে পাওয়া যায়, তার উপরে ছোপ ছোপ রক্তের দাগ। এই বিষয় গুলো ১৯৭১ এর পরে শহীদদের রক্তের বিনিময়ে নতুন করে দেশ স্বাধীন হওয়াকে বোঝায়।
উল্লেখ্য, স্বৈরাচারী আওয়ামীলীগ সরকার পতন এবং বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠনের জন্য সারাদেশের মানুষ এক হয়ে গড়ে তোলে আন্দোলন। এই আন্দোলন শেষ পর্যন্ত সফল হলেও কেড়ে নেয় হাজার টা তাজা প্রাণ। যাদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশকে পাওয়া গেলো তাদের স্মৃতিকে বাঁচিয়ে রাখতেই রংপুর রাইডার্সের এই উদ্যোগ।