Image

বিপিএল ২০২৫: ঢাকা ক্যাপিটালস

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিপিএল ২০২৫: ঢাকা ক্যাপিটালস

বিপিএল ২০২৫: ঢাকা ক্যাপিটালস

বিপিএল ২০২৫: ঢাকা ক্যাপিটালস

বিপিএল একাদশ আসরের ড্রাফটে প্রথম খেলোয়াড় বেছে নেওয়ার কাজ সম্পন্ন করেছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। প্লেয়ার্স ড্রাফটে ঢাকা ক্যাপিটালসের টেবিলে আলো ছড়িয়েছেন শাকিব খান। ড্রাফট এবং সরাসরি চুক্তি মিলিয়ে ফ্র্যাঞ্চাইজিটি ১৮ সদস্যের দল গড়েছে। বিপিএলে শাকিবের দলে লিটন-সাব্বির, মুস্তাফিজ-তামিমের সাথে খেলবেন থিসারা পেরেরা, জনসন চার্লস, সাইম আইয়ুবরা। 

সব মিলিয়ে নতুন দল ঢাকা ক্যাপিটালস বিপিএলের স্কোয়াড অনেকটাই গুছিয়ে নিয়েছে। এই দলে টুর্নামেন্টের ইতিহাসের অন্যতম সেরা দুই ব্যাটার লিটন দাস ও সাব্বির রহমান। পেস আক্রমণের নেতৃত্ব দেবেন কাটার খ্যাত মুস্তাফিজুর রহমান। ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গী হবেন তরুণ আগ্রাসী ব্যাটার তানজিদ হাসান তামিম। বিপিএল দিয়ে কামব্যাক করতে যাচ্ছেন সাব্বির রহমান। 

মুনিম শাহরিয়ার, হাবিবুর রহমান সোহান, শাহাদাত হোসেন দিপুর মতো ব্যাটাররাও এবার ঢাকার জার্সি গায়ে মাঠ মাতাবেন। দেশীয় পেসারদের মধ্যে মুস্তাফিজুর রহমানের সাথে আক্রমণে থাকবেন মুশফিক হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আবু জায়েদ চৌধুরী রাহি। 

বিদেশি হিসেবে থাকছেন পাকিস্তানের সাইম আইয়ুব, আফগান স্পিনার আমির হামজা হোতাক ও মির হামজা। সরাসরি চুক্তিতে ঢাকা দলে নিয়েছে জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ), স্টিফেন এসকিনাজি (ইংল্যান্ড), শাহনেওয়াজ দাহানি (পাকিস্তান), থিসারা পেরেরাকে (শ্রীলঙ্কা)।

ঢাকা ক্যাপিটালসের কর্ণধার শাকিব খান বেশ উচ্ছ্বাস নিয়েই বললেন, 'খুব আনন্দের লড়াই হবে। খুব মিষ্টি, দুষ্টু লড়াই হবে।' 

‘আমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হলো। আমি সব সময় চেয়েছি, ফিল্ম আর ক্রিকেট কীভাবে একসঙ্গে কাজ করতে পারে। এক সঙ্গে চলতে পারে। সিনেমার থ্রিল, রোমান্স আর ক্রিকেট মাঠের এক্সাইটমেন্ট—এই দুই মহাশক্তি এক সঙ্গে মিলে গেলে একটা মহা বিস্ফোরণ হতে পারে। রচিত হতে পারে একটা মহাকাব্য। আমরা ক্রিকেটকে ভালোবাসি। আমরা সব সময় বাংলাদেশের ক্রিকেটের উত্থান চেয়েছি। বাংলাদেশের সিনেমা যেমন আমাদের, বাংলাদেশের ক্রিকেটও আমাদের।' 

ঢাকা ক্যাপিটালস-

দেশি:মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, লিটন দাস, হাবিবুর রহমান সোহান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আবু জায়েদ রাহি, মুশফিক হাসান, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান মিতুল, শাহাদাত হোসেন দিপু। 

বিদেশি:জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ), স্টিফেন এসকিনাজি (ইংল্যান্ড), শাহনেওয়াজ দাহানি (পাকিস্তান), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), আমির হামজা হোতাক (আফগানিস্তান), সাইম আইয়ুব (পাকিস্তান), মির হামজা (আফগানিস্তান)। 

Details Bottom