মিরাজকে দায় দিলেন না সিমন্স, যত্ন নিয়ে গড়বেন নাহিদ রানাকে
মিরাজকে দায় দিলেন না সিমন্স, যত্ন নিয়ে গড়বেন নাহিদ রানাকে
মিরাজকে দায় দিলেন না সিমন্স, যত্ন নিয়ে গড়বেন নাহিদ রানাকে
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের পর সমালোচকদের কাঠগড়ায় মেহেদী হাসান মিরাজের ধীর গতির ইনিংস। শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে ১১৯ বলে ৬৬ রানের ইনিংসে বড় সংগ্রহ থেকে বাংলাদেশকে বঞ্চিত করেছে মিরাজ এমনটাই বলছেন সমালোচকরা।
তবে বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স একমত নন সমালোচকদের সাথে। তার মতে উইকেটে সেট হতে মিরাজ বেশি বল খেলেছেন। অন্য প্রান্তে মাহমুদউল্লাহ মেরে খেলায় জুটি গড়তে স্লো খেলেছিলো মিরাজ।
"আসলে তাদের জুটিটা ভালো হয়েছে। শুরুর দিকটায় ভালোই করছিল। ক্রিজে সেট হয়ে গেল। জুটি গড়তে গেলে অনেক সময় এরকমটা হয়ে থাকে। সে যখন স্লো খেলছিল মাহমুদউল্লাহ তখন চালিয়ে খেলেছে। ফলে তাদের জুটিটা ভালো হয়েছিল।"
৯৮ বলে ৯৮ রানের ইনিংস খেলে শেষ বলে রান আউট হয়ে যান মাহমুদউল্লাহ রিয়াদ। তার ইনিংস সম্পর্কে কোচ বলেন, "দুর্দান্ত ইনিংস। প্রথম দুই ইনিংসে সে রান পায়নি। তবে আজকে এক প্রান্তে দাঁড়িয়ে খেলে গেছে। সে যখন সেট হয়ে গেল এরপর বেশ সহজেই রান তুলেছে। ফলে আমার কাছে মনে হয় দারুণ ইনিংস ছিল।"
গতকাল আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচে আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হয়েছে পেসার নাহিদ রানার। ম্যাচে ১০ ওভার বল করে ৪০ রান দিয়ে ২ টি উইকেট শিকার করেন তিনি। কিন্তু পরিসংখ্যানের চেয়েও আলোচনায় বেশী এসেছে নাহিদ রানার গতি। নাহিদ রানার বলের গতিতে মুগ্ধ হয়ে কোচ বলেন,
"আসলে আমি জিনিসটা যেভাবে দেখি তা হচ্ছে, গতি এমন একটা জিনিস যা আপনি বাজার থেকে কিনতে পারবেন না। আপনি কাউকে দ্রুত বোলিং করতে শেখাতে পারবেন না। ফলে তার মাঝে এই প্রতিভাটা রয়েছে। আমরা চেষ্টা করব যত বেশি সম্ভব এই এক্সাইটিং ট্যালেন্টের যত্ন নিতে। সেও দারুণ এক্সাইটিং ক্রিকেটার। অ্যাটিটিউড, বলের গতি সবকিছু মিলিয়েই। দারুণ লেগেছে তার খেলা দেখতে, চেষ্টা করে যাব তাকে গড়ে তুলতে।"
আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে প্রত্যাশা ব্যাক্ত করে ফিল সিমন্স বলেন, "আসলে দক্ষিণ আফ্রিকার সাথে দুই টেস্টের সিরিজ ভালো যায়নি, এখানেও ভালো সিরিজ যায়নি। সেন্ট কিটসে ওয়ানডে সিরিজে এখানকার মত কন্ডিশনই থাকবে। সেন্ট ভিনসেন্টে কেমন কন্ডিশন আমি আসলে তা বলতে পারছি না। টেস্ট খেলা অ্যান্টিগা আর জ্যামাইকাতে। ছেলেরা সিরিজের জন্য মুখিয়ে আছে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের বেশ কিছু চোট সমস্যা রয়েছে। তবে আমাদের এখান থেকেই লড়াই করতে হবে এবং সুযোগ কাজে লাগানোর চেষ্টা করতে হবে।"