বাংলাদেশ সিরিজে সুরিয়ার দলে থাকবেন স্যামসন-হার্দিক
বাংলাদেশ সিরিজে সুরিয়ার দলে থাকবেন স্যামসন-হার্দিক
বাংলাদেশ সিরিজে সুরিয়ার দলে থাকবেন স্যামসন-হার্দিক
চলমান টেস্ট সিরিজের পর নাজমুল হোসেন শান্তদের বিপক্ষে ভারতের আছে ৩ টি-টোয়েন্টি। বাংলাদেশ সিরিজে কামব্যাক করছেন সঞ্জু স্যামসন। উইকেটরক্ষক-ব্যাটার সম্প্রতি দলিপ ট্রফিতে পারফর্ম্যান্সে মুগ্ধতা ছড়িয়েছেন। স্যামসনকে দলে রেখে বিশ্রাম দেওয়া হবে টেস্ট খেলা রিশাব পান্ট ও শুবমান গিলকে। অধিনায়কের দায়িত্ব উঠতে পারে সুরিয়াকুমার যাদবের কাঁধে।
এই সপ্তাহের শেষের দিকে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টির জন্য ভারতের স্কোয়াড ঘোষণা করা হবে। সঞ্জু স্যামসন বিসিসিআইয়ের প্রথম পছন্দের উইকেটকিপার হতে চলেছেন। কারণ টানা দুই টেস্ট খেলা রিশাব পান্টের বিশ্রাম পাওয়ার সম্ভাবনা রয়েছে। টি-টোয়েন্টি সিরিজে সুরিয়াকুমার যাদবের নেতৃত্বে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত।
স্যামসন তার জায়গা পুনরুদ্ধার করতে পারে এমন একটি ভাল সুযোগ রয়েছে। বিকল্প উইকেটকিপার ব্যাটার ইশান কিশানকে ইরানি কাপের দলে নির্বাচিত করা হয়েছে। যখন স্যামসন ১-৫ অক্টোবর পাঁচ দিনের ম্যাচের অংশ নন, যা ৬ অক্টোবর গোয়ালিয়রে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টির ঠিক এক দিন আগে লখনৌতে শেষ হবে।
এর ফলে পরিষ্কার ইশান কিশান থাকছেন না ভারতের টি-টোয়েন্টি দলে। আন্তর্জাতিক অ্যাসাইনমেন্টের জন্য ঘরোয়া ম্যাচ থেকে একজন খেলোয়াড়কে টেনে আনতে চাইবে না বিসিসিআই, আপাতত স্যামসনই বিসিসিআই নির্বাচকদের প্রথম পছন্দ হতে পারে। জিতেশ শর্মা ভারতীয় টি-টোয়েন্টি দলে দ্বিতীয় উইকেটরক্ষকের ভূমিকায় থাকবেন।
সদ্য সমাপ্ত হওয়া দুলীপ ট্রফির মঞ্চে ইশান কিশান ৪ ইনিংসে ৩৩.৫০ গড়ে পেয়েছেন মোট ১৩৪ রান। অন্যদিকে স্যামসন এবারের দলিপ ট্রফির মঞ্চে ৪ ইনিংসে ৪৯ গড়ে ১৯৬ রান সংগ্রহ করেন। বড় প্রশ্ন থেকে যায়: জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টিতে স্যামসনের দুটি ডাকের স্মৃতি মুছে দেওয়ার জন্য এই সংখ্যাগুলি কি যথেষ্ট হবে?
৬ অক্টোবর গোয়ালিয়রে সিরিজের প্রথম টি-টোয়েন্টির। এরপর ৯ অক্টোবর (নয়াদিল্লি) এবং ১২ অক্টোবর (হায়দ্রাবাদ) বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে।