Image

বিপিএল ২০২৫: চিটাগং কিংসের সব ম্যাচের সূচি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিপিএল ২০২৫: চিটাগং কিংসের সব ম্যাচের সূচি

বিপিএল ২০২৫: চিটাগং কিংসের সব ম্যাচের সূচি

বিপিএল ২০২৫: চিটাগং কিংসের সব ম্যাচের সূচি

বিপিএলে প্রথমবারের মতো চিটাগং কিংস নিজেদের হোম ভেন্যু চট্টগ্রামে খেলবে পাঁচ ম্যাচ। আগের দিন টুর্নামেন্ট শুরু হলেও ৩১ ডিসেম্বর চিটাগং কিংসের বিপিএল শুরু হবে। প্রথম ম্যাচে চিটগংয়ের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। 

২০২৫ বিপিএল দরজায় কড়া নাড়ছে। ৩০ ডিসেম্বর শুরু হয়ে বিপিএলের পর্দা নামবে ৭ ফেব্রুয়ারি। শুরুর ঢাকা পর্বে ২ ম্যাচ খেলে সিলেটে পৌঁছে শরিফুল-মইন আলিরা খেলবে আরও ২ ম্যাচ। এরপর কিংসের গন্তব্য নিজের শহর চট্টগ্রামে, সাগরিকায় সবচেয়ে বেশি ৫ ম্যাচ খেলে ফের মিরপুর শের-ই-বাংলায় এসে লিগ পর্বে নিজেদের শেষ তিন ম্যাচে মাঠে নামবে। 

প্রায় এক দশক পর বিপিএলে ফিরে এসে চিটাগং কিংস দেখাল চমক। একের পর এক তারকা ক্রিকেটারদের তারা দলে ভিড়িয়েছে। সাকিব আল হাসান, মইন আলিদের জন্য হেড কোচ নিয়োগ দেওয়া হল অস্ট্রেলিয়ার শন টেইটকে। অ্যাঞ্জেলো ম্যাথুস, উসমান খান সহ বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারকে কিনে নিয়েছে দলটি। ব্র‍্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে চিটাগং কিংস বিপিএলে আনছে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদিকে।  

সাকিব ছাড়া স্থানীয় ক্রিকেটারদের মধ্যে চিটাগংয়ের জার্সি গায়ে এবার বিপিএল মাতাবেন জাতীয় দলের অন্যতম মুখ শরিফুল ইসলাম। আগ্রাসী ব্যাট করা পারভেজ হোসেন ইমনের সঙ্গে দেখা যাবে শামীম হোসেন পাটোয়ারীকে। তরুণ পেসার মারুফ মৃধা, স্পিনার আলিস-আল ইসলাম, অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ মিঠুন ও নাইম ইসলামকে নিয়ে স্কোয়াড হয়েছে আরও শক্তিশালী। 

চিটাগং কিংসের বিপিএল ফিক্সচার-

৩১ ডিসেম্বর, চিটাগং কিংস বনাম খুলনা টাইগার্স, দুপুর ১:৩০, ঢাকা
৩ জানুয়ারি, চিটাগং কিংস বনাম দুর্বার রাজশাহী, দুপুর ২:০০, ঢাকা
৯ জানুয়ারি, চিটাগং কিংস বনাম ঢাকা ক্যাপিটালস, সন্ধ্যা ৬:৩০, সিলেট
১৩ জানুয়ারি, চিটাগং কিংস বনাম সিলেট স্ট্রাইকার্স, দুপুর ১:৩০, সিলেট
১৬ জানুয়ারি, চিটাগং কিংস বনাম খুলনা টাইগার্স, সন্ধ্যা ৬:৩০, চট্টগ্রাম
১৭ জানুয়ারি, চিটাগং কিংস বনাম রংপুর রাইডার্স, সন্ধ্যা ৭:০০, চট্টগ্রাম
১৯ জানুয়ারি, চিটাগং কিংস বনাম ফরচুন বরিশাল, দুপুর ১:৩০, চট্টগ্রাম
২০ জানুয়ারি, চিটাগং কিংস বনাম দুর্বার রাজশাহী, সন্ধ্যা ৬:৩০, চট্টগ্রাম
২২ জানুয়ারি, চিটাগং কিংস বনাম ঢাকা ক্যাপিটালস, দুপুর ১:৩০, চট্টগ্রাম
২৯ জানুয়ারি, চিটাগং কিংস বনাম রংপুর রাইডার্স, দুপুর ১:৩০, ঢাকা
৩০ জানুয়ারি, চিটাগং কিংস বনাম সিলেট স্ট্রাইকার্স, সন্ধ্যা ৬:৩০, ঢাকা
১ ফেব্রুয়ারি, চিটাগং কিংস বনাম ফরচুন বরিশাল, সন্ধ্যা ৬:৩০, ঢাকা

চিটাগং কিংস স্কোয়াড-

সাকিব আল হাসান, শরিফুল ইসলাম, শামীম হোসেন, পারভেজ হোসেন ইমন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাইম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস জাভেদ, শেখ পারভেজ জীবন, মার্শাল আইয়ুব।

মইন আলি (ইংল্যান্ড), উসমান খান (পাকিস্তান), হায়দার আলি (পাকিস্তান), অ্যাঞ্জেলো ম্যাথুস (শ্রীলঙ্কা), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র (পাকিস্তান) ও বিনুরা ফার্নান্দো (শ্রীলঙ্কা), গ্রাহাম ক্লার্ক (ইংল্যান্ড), থমাস ও'কনেল (অস্ট্রেলিয়া), খাজা নাফে (পাকিস্তান), জুবাইদ আকবরি (আফগানিস্তান), লাহিরু মিলান্থা (যুক্তরাষ্ট্র)।

Details Bottom
Details ad One
Details Two
Details Three