Image

বিপিএল ২০২৫: ঢাকা ক্যাপিটালসের সব ম্যাচের সূচি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিপিএল ২০২৫: ঢাকা ক্যাপিটালসের সব ম্যাচের সূচি

বিপিএল ২০২৫: ঢাকা ক্যাপিটালসের সব ম্যাচের সূচি

বিপিএল ২০২৫: ঢাকা ক্যাপিটালসের সব ম্যাচের সূচি

২০২৫ বিপিএলে ঢাকা ক্যাপিটালসের পাঁচ ম্যাচ তাদের হোম গ্রাউন্ড মিরপুর শের-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। লিগ পর্বের ১২ ম্যাচের বাকি ৭টি তারা খেলবে সিলেট ও চট্টগ্রামের মাঠে। টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নামবে ঢাকা, প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। 

৩০ ডিসেম্বর শুরু হয়ে বিপিএলের পর্দা নামবে ৭ ফেব্রুয়ারি। শুরুর ঢাকা পর্বে ৩ ম্যাচ খেলে সিলেটে পৌঁছে লিটন-মুস্তাফিজরা খেলবে আরও ৪ ম্যাচ। এরপর ঢাকা ক্যাপিটালসের গন্তব্য চট্টগ্রামে, সাগরিকায় ৩ ম্যাচ খেলে ফের মিরপুরে এসে লিগ পর্বের শেষ দুই ম্যাচে মাঠে নামবে ঘরের দলটি।  

নতুন দল ঢাকা ক্যাপিটালস বিপিএলের স্কোয়াড বেশ শক্তিশালী। এই দলে টুর্নামেন্টের ইতিহাসের অন্যতম সেরা দুই ব্যাটার লিটন দাস ও সাব্বির রহমান। পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন কাটার খ্যাত মুস্তাফিজুর রহমান। ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গী হবেন তরুণ আগ্রাসী ব্যাটার তানজিদ হাসান তামিম। 

মুনিম শাহরিয়ার, হাবিবুর রহমান সোহান, শাহাদাত হোসেন দিপুর মতো ব্যাটাররাও এবার ঢাকার জার্সি গায়ে বিপিএল মাতাবেন। দেশের পেসারদের মধ্যে মুস্তাফিজের সাথে অ্যাকশনে থাকবেন মুশফিক হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আবু জায়েদ চৌধুরী রাহি। 

ঢাকার স্কোয়াডে বিদেশি ক্রিকেটারদের মধ্যে পাকিস্তানের সাইম আইয়ুব, আফগান স্পিনার আমির হামজা হোতাক, জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ), স্টিফেন এসকিনাজি (ইংল্যান্ড), শাহনেওয়াজ দাহানি (পাকিস্তান), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা)। এবারের আসরে দলটির হেড কোচের ভূমিকায় থাকবেন খালেদ মাহমুদ সুজন। 

ঢাকা ক্যাপিটালসের বিপিএল ফিক্সচার-

৩০ ডিসেম্বর, ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স, সন্ধ্যা ৬:৩০, ঢাকা
২ জানুয়ারি, ঢাকা ক্যাপিটালস বনাম দুর্বার রাজশাহী, দুপুর ১:৩০, ঢাকা
৩ জানুয়ারি, ঢাকা ক্যাপিটালস বনাম খুলনা টাইগার্স, সন্ধ্যা ৭:০০, ঢাকা
৭ জানুয়ারি, ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স, দুপুর ১:৩০, সিলেট
৯ জানুয়ারি, ঢাকা ক্যাপিটালস বনাম চিটাগং কিংস, সন্ধ্যা ৬:৩০, সিলেট
১০ জানুয়ারি, ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট স্ট্রাইকার্স, সন্ধ্যা ৭:০০, সিলেট 
১২ জানুয়ারি, ঢাকা ক্যাপিটালস বনাম দুর্বার রাজশাহী, সন্ধ্যা ৬:৩০, সিলেট
১৬ জানুয়ারি, ঢাকা ক্যাপিটালস বনাম ফরচুন বরিশাল, দুপুর ১:৩০, চট্টগ্রাম
২০ জানুয়ারি, ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট স্ট্রাইকার্স, দুপুর ১:৩০, চট্টগ্রাম
২২ জানুয়ারি, ঢাকা ক্যাপিটালস বনাম চিটাগং কিংস, দুপুর ১:৩০, চট্টগ্রাম
২৯ জানুয়ারি, ঢাকা ক্যাপিটালস বনাম ফরচুন বরিশাল, সন্ধ্যা ৬:৩০, ঢাকা
১ ফেব্রুয়ারি, ঢাকা ক্যাপিটালস বনাম খুলনা টাইগার্স, দুপুর ১:৩০, ঢাকা। 

ঢাকা ক্যাপিটালস স্কোয়াড- 

মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, লিটন দাস, হাবিবুর রহমান সোহান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আবু জায়েদ রাহি, মুশফিক হাসান, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান মিতুল, শাহাদাত হোসেন দিপু, রহমতুল্লাহ আলী। 

জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ), স্টিফেন এসকিনাজি (ইংল্যান্ড), শাহনেওয়াজ দাহানি (পাকিস্তান), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), আমির হামজা হোতাক (আফগানিস্তান), সাইম আইয়ুব (পাকিস্তান), রিয়াজ হাসান (আফগানিস্তান), চতুরঙ্গ ডি সিলভা (শ্রীলঙ্কা), জাহুর খান (ইউএই), ফারমানউল্লাহ সাফি (আফগানিস্তান)। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three