Image

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 12 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে ভারত। ওয়ানডে ফরম্যাটে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া  এই টুর্নামেন্টে ভারতীয় দলে রয়েছে ১৫ জন ক্রিকেটার। রিজার্ভ খেলোয়াড় হিসেবে আছেন আরো ৫ জন ক্রিকেটার। 

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সবচেয়ে সফল দল ভারত। রেকর্ড আট বার এই টুর্নামেন্ট জিতেছে ভারতীয় ক্রিকেট দল। গ্রুপ 'এ' তে রয়েছে ভারত, পাকিস্তান, জাপান ও আয়োজক সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ 'বি' তে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা।

মূল টুর্নামেন্ট শুরুর আগে ২৬ নভেম্বর প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হবে ভারতের যুবারা। ৩০  নভেম্বর দুবাইতে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ এর মুখোমুখি হয়ে ভারত তাদের এশিয়া কাপ অভিযান শুরু করবে। এরপর শারজাহতে যথাক্রমে ২ ও ৪ ডিসেম্বর জাপান অনূর্ধ্ব-১৯ এবং সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯-এর বিপক্ষে ভারত খেলবে।

এশিয়া কাপের জন্য ভারতের অনূর্ধ্ব-১৯ স্কোয়াড: 

আয়ুষ মাত্রে, বৈভব সূর্যবংশী, সি আন্দ্রে সিদ্ধার্থ, মো. আমান (অধিনায়ক), কিরণ ছোরমালে (সহ অধিনায়ক), প্রণব পান্ট, হরবংশ সিং পাঙ্গালিয়া , অনুরাগ কাওড়ে , হার্দিক রাজ, মো. এনান, কেপি কার্তিকেয়, সমর্থ নাগরাজ, যুধাজিৎ গুহ, চেতন শর্মা, নিখিল কুমার

নন-ট্র্যাভেলিং রিজার্ভ: সাহিল পারখ, নমন পুষ্পক, আনমোলজিৎ সিং, প্রণব রাঘবেন্দ্র, ডি দীপেশ। 

২০২৪ এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সূচি- 

২৯ নভেম্বর

বাংলাদেশ বনাম আফগানিস্তান, দুবাই
শ্রীলঙ্কা বনাম নেপাল, শারজাহ 

৩০ নভেম্বর

ভারত বনাম পাকিস্তান, দুবাই
সংযুক্ত আরব আমিরাত বনাম জাপান, শারজাহ 

১ ডিসেম্বর

বাংলাদেশ বনাম নেপাল, দুবাই
শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান, শারজাহ 

২ ডিসেম্বর

পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত, দুবাই
ভারত বনাম জাপান, শারজাহ 

৩ ডিসেম্বর 

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, দুবাই
আফগানিস্তান বনাম নেপাল, শারজাহ 

৪ ডিসেম্বর

পাকিস্তান বনাম জাপান, দুবাই
ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত, শারজাহ 

৬ ডিসেম্বর 

সেমিফাইনাল ১, দুবাই 
সেমিফাইনাল ২, শারজাহ 

ফাইনাল-৮ ডিসেম্বর, দুবাই। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three