Image

বিপিএল ২০২৫: ফরচুন বরিশালের সব ম্যাচের সূচি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিপিএল ২০২৫: ফরচুন বরিশালের সব ম্যাচের সূচি

বিপিএল ২০২৫: ফরচুন বরিশালের সব ম্যাচের সূচি

বিপিএল ২০২৫: ফরচুন বরিশালের সব ম্যাচের সূচি

২০২৫ বিপিএল দরজায় কড়া নাড়ছে। ৩০ ডিসেম্বর বিপিএলের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। শুরুর ম্যাচে দুপুর বেলায় তামিম-মুশফিকদের প্রতিপক্ষ নতুন দল দুর্বার রাজশাহী। টুর্নামেন্টে সিলেট পর্ব শেষে ৬ দিনের বিরতি পাবে তামিম ইকবালের দল। 

৩০ ডিসেম্বর শুরু হয়ে বিপিএলের পর্দা নামবে ৭ ফেব্রুয়ারি। শুরুর ঢাকা পর্বে ২ ম্যাচ খেলে সিলেটে পৌঁছে তামিম, শান্তরা খেলবে আরও ৩ ম্যাচ। এরপর ফরচুন বরিশালের গন্তব্য চট্টগ্রামে, সাগরিকায় ৩ ম্যাচ খেলে ফের মিরপুর শের-ই-বাংলায় এসে লিগ পর্বে নিজেদের শেষ চার ম্যাচে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।  

বিপিএলে আরও একবার একই দলের হয়ে খেলতে দেখা যাবে দেশের ক্রিকেটের তিন তারকা তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে। এবার তাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশের তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এমনকি তারকা লেগ স্পিনার রিশাদ হোসেনকেও দলে যুক্ত করে বরিশাল। রিশাদের সাথে স্পিন বিভাগ সামলাবেন অভিজ্ঞ তাইজুল ইসলাম, তানভীর ইসলাম, নাইম হাসান। 

আর পেস আক্রমণে বরিশালের ভরসা এবাদত হোসেন। বরিশালের আরও দুই পেসার হলেন রিপন মন্ডল ও শহিদুল ইসলাম। তরুণ মিডল অর্ডার ব্যাটার আরিফুল ইসলামও এবার বিপিএল মাতাবেন তামিম ইকবালের নেতৃত্বে। মোহাম্মদ নবী, কাইল মায়ের্স, ডেভিড মিলার, ফাহিম আশরাফ, জেমস ফুলারের সাথে লঙ্কান ব্যাটার পাথুম নিসাঙ্কা ও প্রোটিয়া পেসার নাদ্রে বার্গার বরিশালের বিদেশি তারকা। পাকিস্তানের আরও দুই ক্রিকেটার আছেন বরিশালের স্কোয়াডে, পেসার মোহাম্মদ আলি ও খান জাহানবাদ। 

ফরচুন বরিশালের বিপিএল ফিক্সচার-

৩০ ডিসেম্বর, ফরচুন বরিশাল বনাম দুর্বার রাজশাহী, দুপুর ১:৩০, ঢাকা
২ জানুয়ারি, ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্স, সন্ধ্যা ৬:৩০, ঢাকা
৬ জানুয়ারি, ফরচুন বরিশাল বনাম দুর্বার রাজশাহী, সন্ধ্যা ৬:৩০, সিলেট
৭ জানুয়ারি, ফরচুন বরিশাল বনাম সিলেট স্ট্রাইকার্স, সন্ধ্যা ৬:৩০, সিলেট
৯ জানুয়ারি, ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্স,দুপুর ১:৩০, সিলেট
১৬ জানুয়ারি, ফরচুন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালস, দুপুর ১:৩০, চট্টগ্রাম
১৯ জানুয়ারি, ফরচুন বরিশাল বনাম চিটাগং কিংস, দুপুর ১:৩০, চট্টগ্রাম
২২ জানুয়ারি, ফরচুন বরিশাল বনাম খুলনা টাইগার্স, সন্ধ্যা ৬:৩০, চট্টগ্রাম
২৬ জানুয়ারি, ফরচুন বরিশাল বনাম সিলেট স্ট্রাইকার্স, দুপুর ১:৩০, ঢাকা
২৭ জানুয়ারি, ফরচুন বরিশাল বনাম খুলনা টাইগার্স, দুপুর ১:৩০, ঢাকা
২৯ জানুয়ারি, ফরচুন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালস, সন্ধ্যা ৬:৩০, ঢাকা
১ ফেব্রুয়ারি, ফরচুন বরিশাল বনাম চিটাগং কিংস, সন্ধ্যা ৬:৩০, ঢাকা

ফরচুন বরিশাল স্কোয়াড-

তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল, এবাদত হোসেন, নাইম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম, প্রিতম কুমার। 

মোহাম্মদ নবী (আফগানিস্তান), কাইল মায়ের্স (ওয়েস্ট ইন্ডিজ), ডেভিড মালান (ইংল্যান্ড), ফাহিম আশরাফ (পাকিস্তান), মোহাম্মদ আলি (পাকিস্তান), খান জাহানবাদ (পাকিস্তান), জেমস ফুলার (ইংল্যান্ড), পাথুম নিসাঙ্কা (শ্রীলঙ্কা), নাদ্রে বার্গার (দক্ষিণ আফ্রিকা)। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three