Image

৭ ওভারের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না পাকিস্তান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 6 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
৭ ওভারের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না পাকিস্তান

৭ ওভারের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না পাকিস্তান

৭ ওভারের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না পাকিস্তান

ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হেরে জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে অস্ট্রেলিয়া। ব্রিজবেনে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পাকিস্তানকে ২৯ রানে বিধ্বস্ত করেছে স্বাগতিকরা। গ্লেন ম্যাক্সওয়েলের ঝড়ো ব্যাটিংয়ের পর বোলারদের দারুণ নৈপুণ্যে পুরো ম্যাচেই আধিপত্য ধরে রেখেছে মাইটি অজিরা।

বৃষ্টি ও বজ্রপাতের কারণে ব্রিজবেনে প্রায় তিন ঘণ্টা পর শুরু হয় অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি। ম্যাচে বেশ কিছু সময় নষ্ট হয়ে যাওয়ায় ৭ ওভারে নির্ধারিত হয় ম্যাচটি। আগে ব্যাট করতে নেমে মাত্র যথাক্রমে ৭ ও ৯ রান করে আউট হয়ে যান দুই অজি ওপেনার ম্যাথু শট ও ম্যাকগার্ক।

গ্লেন ম্যাক্সওয়েল ক্রিজে নেমেই চড়াও হন পাকিস্তানি বোলারদের উপর। একের পর এক বাউন্ডারি, ওভার বাউন্ডারি হাঁকিয়ে রান তোলেন টর্নেডো গতিতে। আব্বাস আফ্রিদির বলে উসমান খানের হাতে ক্যাচ দিয়ে ম্যাচ জয়ী ১৯ বলে ৪৩ রানের ইনিংস খেলে ফিরে যান ম্যাক্সওয়েল। তার ইনিংসে ছিল ৫ টি চার ও ৩ টি ছয়ের মার। শেষ দিকে মার্কাস স্টয়োনিসের ৭ বলে ২১ রানের ক্যামিওতে নির্ধারিত ৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৩ রানের বিশাল সংগ্রহ দাড় করায় অস্ট্রেলিয়া। 

মাত্র ৭ ওভারে ৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই খেই হারিয়ে ফেলে পাকিস্তানি ব্যাটাররা। মাত্র ১৬ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে পরাজয় মেনে নেয় সফরকারীরা। শেষদিকে আব্বাস আফ্রিদির ২০, হাবিবুল্লাহ খানের ১২ এবং শাহীন আফ্রিদির ১১ রানে কমেছে শুধু হারের ব্যবধান। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৪ রান করে ২৯ রানের বিশাল পরাজয় বরন করে পাকিস্তান। 

অস্ট্রেলিয়ার হয়ে ৩ টি করে উইকেট নেন জাভিয়ার বার্টলেট এবং নাথান এলিস, ২ টি উইকেট পান এডাম জাম্পা। ম্যাচ সেরা হন গ্লেন ম্যাক্সওয়েল।

Details Bottom
Details ad One
Details Two
Details Three