শান্তর পরিবর্তে টেস্ট দলে শাহাদাত দিপু
শান্তর পরিবর্তে টেস্ট দলে শাহাদাত দিপু
শান্তর পরিবর্তে টেস্ট দলে শাহাদাত দিপু
অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ইনজুরিতে শাহাদাত হোসেন দিপুর পৌষ মাস। ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট স্কোয়াডে শান্তর পরিবর্তে ডাক পেলেন চট্টগ্রামের শাহাদাত হোসেন দিপু।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জাতীয় নির্বাচক প্যানেল ২২ বছর বয়সী ডানহাতি ব্যাটার শাহাদাত হোসেন দিপুকে স্কোয়াডে যুক্ত করেছে। স্কোয়াডের বাকি সদস্যরা দেশ ছেড়েছে গতকাল, দ্রুতই তাদের সাথে যোগ দিবেন দিপু।
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সদ্য শেষ হওয়া আফগানিস্তান সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কুঁচকিতে আঘাত পান। আর এ কারণে তিনি খেলতে পারেননি সিরিজের শেষ ম্যাচ, ছিটকে গেছেন ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট সিরিজ থেকেও।
স্বাভাবিকভাবেই শান্তর বিকল্প খোঁজতে হয়েছে বিসিবিকে। ডাকা হয়েছে তরুণ ব্যাটার শাহাদাত হোসেন দিপুকে। ২০২৩ সালের নভেম্বরে সিলেটে কিউইদের বিপক্ষে ম্যাচে দিপুর টেস্ট অভিষেক। এখন অবদি খেলেছেন মোট ৪ টেস্ট। তবে ব্যাট হাতে টেস্ট ক্যারিয়ারের গেল ৪ ম্যাচে একটিতেও অবশ্য আলো ছড়াতে পারেননি দিপু, ৮ ইনিংস খেলা দিপুর নামের পাশে রান মোটে ১১৮।
উইন্ডিজ সিরিজে সুযোগ পেলে দিপু নিশ্চিতভাবেই নিজেকে প্রমাণ করতে চাইবেন। সবশেষ এনসিএলের ম্যাচেও দিপুর ব্যাট থেকে আসে সেঞ্চুরি। অধিনায়ক দিপু কক্সবাজারে বরিশাল বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে ২৪৯ বল খেলে করেছিলেন ১১৬ রান। তার দল ম্যাচ জিতে ৮ উইকেটে।
অ্যান্টিগা ও জ্যামাইকাতে দুইটি টেস্ট খেলবে বাংলাদেশ ও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট সিরিজের আগে অ্যান্টিগাতে ৪ দিনের এক প্রস্তুতি ম্যাচও খেলবে টাইগাররা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড-
শাহাদাত হোসেন দিপু, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন কুমার দাস (উইকেটকিপার), জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ।
টেস্ট সিরিজের সূচি-
১৫-১৯ নভেম্বর, ২০২৪- ৪ দিনের প্রস্তুতি ম্যাচ, কুলিজ ক্রিকেট গ্রাউন্ড, অ্যান্টিগা
১ম টেস্ট- ২২-২৬ নভেম্বর, ২০২৪, স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, নর্থ সাউন্ড, অ্যান্টিগা
২য় টেস্ট- ৩০ নভেম্বর-৪ ডিসেম্বর, ২০২৪- স্যাবাইনা পার্ক, কিংস্টন, জ্যামাইকা