Image

দুই সেঞ্চুরিতে কিউইদের উড়িয়ে দিল শ্রীলঙ্কা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 12 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
দুই সেঞ্চুরিতে কিউইদের উড়িয়ে দিল শ্রীলঙ্কা

দুই সেঞ্চুরিতে কিউইদের উড়িয়ে দিল শ্রীলঙ্কা

দুই সেঞ্চুরিতে কিউইদের উড়িয়ে দিল শ্রীলঙ্কা

ডাম্বুলায় বৃষ্টি আইনে নিউজিল্যান্ডকে ৪৫ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। এই জয়ে ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা। আগে ব্যাট করে ৪৯.২ ওভারে ৩২৪ রান সংগ্রহ করে লঙ্কানরা। জবাবে বৃষ্টি আইনে নির্ধারিত ২৭ ওভারে ১৭৫ রানে আটকে যায় কিউইরা।

ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ১২ রান করে পাথুম নিসাঙ্কা আউট হলে আভিস্কা ফার্নান্দো ও কুশল মেন্ডিস মিলে ২১৫ বলে ২০৬ রানের জুটি গড়েন। শতক পূর্ণ করে ইশ সোধির বলে প্যাভিলিয়নে ফেরেন আভিস্কা। 

শেষ দিকে চারিথ আসালাঙ্কার ২৮ বলে ৪০ রানের উড়ন্ত ইনিংসে ৩০০ রান পার করে শ্রীলঙ্কা। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ১২৮ বলে ১৪৩ রানের অনবদ্য ইনিংস খেলেন কুশল মেন্ডিস। তার ইনিংসে ছিল ১৭ টি চার ও ২ টি ছয়ের মার। ৪ বল হাতে রেখে ৫ উইকেট হারিয়ে ৩২৪ রান সংগ্রহ করার পর বৃষ্টির বাঁধায় বন্ধ থাকে খেলা।

বৃষ্টি কমলে নিউজিল্যান্ডের সামনে ওভার কমিয়ে লক্ষ্য ছোট করে দেয়া হয়। জিততে হলে ২৭ ওভারে তাদের লক্ষ্য দেয়া হয়েছিল ২২১ রানের। । দুই ওপেনার টিম রবিনসন ও উইল ইয়ং মিলে ৮৮ রানের জুটি গড়েন। তারপর দ্রুতই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কিউইরা। দলীয় ১১০ রানে হারিয়ে ফেলে ৫ উইকেট।

শেষদিকে মাইকেল ব্রেসওয়েল চেষ্টা করলেও লাভ হয়নি। ৩২ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন তিনি। কিউইদের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন উইল ইয়ং। ৩৫ রান করেন টিম রবিনসন। মিচেল হেই করেন ১০ রান। বাকিরা দুই অঙ্কের ঘরও স্পর্শ করতে পারেননি। শেষ পর্যন্ত ডিএলএস মেথডে ৪৫ রানের হার মানতে হয় নিউজিল্যান্ডের। 

শ্রীলঙ্কার হয়ে দিলশান মাদুশাঙ্কা নেন ৩ উইকেট। ২টি করে উইকেট নেন মাহেশ থিকশানা ও চারিথ আসালাঙ্কা।

Details Bottom
Details ad One
Details Two
Details Three