টি-টোয়েন্টি অলরাউন্ডারের র্যাংকিংয়ের শীর্ষে হার্দিক পান্ডিয়া
- 1
বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা
- 2
প্রথম বলেই সাকিবের ৬, এরপর ডট দিয়ে আউট
- 3
তামিমকে টপকে বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কা মাহমুদউল্লাহর
- 4
পাকিস্তান সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকার শক্তিশালী ওয়ানডে দল ঘোষণা
- 5
নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে ম্যাথু পটসকে ডাকল ইংল্যান্ড
টি-টোয়েন্টি অলরাউন্ডারের র্যাংকিংয়ের শীর্ষে হার্দিক পান্ডিয়া
টি-টোয়েন্টি অলরাউন্ডারের র্যাংকিংয়ের শীর্ষে হার্দিক পান্ডিয়া
ভারতের হার্দিক পান্ডিয়া আবারও আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩-১ ব্যবধানে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে তিনি সিংহাসনে বসেছেন। এটি এই বছর তার দ্বিতীয়বার শীর্ষে ওঠা, এর আগে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শীর্ষে উঠেছিলেন, যেখানে ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল।
পান্ডিয়া দুই ধাপ এগিয়ে ২৪৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে আসেন, যেখানে তিনি ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোনকে (২৩১ পয়েন্ট) তৃতীয় স্থানে নামিয়ে দেন। নেপালের দিপেন্দ্র আইরি ২৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।
ভারতের তিলক ভার্মার অসাধারণ ব্যাটিং পারফরম্যান্স তাকে ব্যাটারদের তালিকায় ৬৯ ধাপ এগিয়ে প্রথমবারের মতো শীর্ষ দশে নিয়ে এসেছে। তিনি এখন ৮০৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে, তার অধিনায়ক সুরিয়াকুমার যাদব এক ধাপ নিচে নেমে চতুর্থ স্থানে রয়েছেন।
সাঞ্জু স্যামসন তার ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরির জন্য ব্যাটারদের তালিকায় ১৭ ধাপ এগিয়ে ২২তম স্থানে পৌঁছেছেন।
দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন অলরাউন্ডার তালিকায় ৬৫ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১৪তম স্থানে উঠে এসেছেন। তার অধিনায়ক এইডেন মার্করাম এক ধাপ এগিয়ে নবম স্থানে, এবং তাদের সতীর্থ ট্রিস্টান স্টাবস ব্যাটারদের তালিকায় তিন ধাপ এগিয়ে ২৩তম স্থানে পৌঁছেছেন।
অন্যদিকে, শ্রীলঙ্কার কুশল মেন্ডিস ব্যাটারদের তালিকায় তিন ধাপ এগিয়ে যৌথভাবে ১২তম স্থানে পৌঁছেছেন, যেখানে তিনি ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান এবং অস্ট্রেলিয়ার জশ ইংলিসের সঙ্গে রয়েছেন (৬২৪ রেটিং পয়েন্ট)। শাই হোপ তার শেষ টি২০ ম্যাচে অর্ধশতকের জন্য ১৬ ধাপ এগিয়ে ২১তম স্থানে পৌঁছেছেন।
বোলারদের তালিকায় অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা এবং নাথান এলিস পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ জয়ের পর বড় সাফল্য অর্জন করেছেন। জাম্পা পাঁচ ধাপ এগিয়ে তৃতীয় স্থানে (৬৯৩ পয়েন্ট), এবং এলিস ১৫ ধাপ এগিয়ে ১১তম স্থানে (৬২৮ পয়েন্ট) উঠে এসেছেন। ভারতের আর্শদীপ সিং তিন ধাপ এগিয়ে নবম স্থানে (৬৫৬ পয়েন্ট), এবং তার সতীর্থ আক্সার প্যাটেল দশ ধাপ এগিয়ে ১৩তম স্থানে পৌঁছেছেন (৬৩২ পয়েন্ট)।
পাকিস্তানের হারিস রউফ ২৪তম থেকে ২০তম স্থানে উন্নতি করেছেন (৬০১ পয়েন্ট), এবং মার্কো ইয়ানসেন বোলারদের তালিকায় ২০ ধাপ এগিয়ে ২৫তম স্থানে পৌঁছেছেন (৫৭৬ পয়েন্ট)।
এ সপ্তাহে পুরুষদের ওয়ানডে র্যাংকিংয়ে শ্রীলঙ্কার খেলোয়াড়দের সাফল্য লক্ষণীয়। নিউজিল্যান্ডের বিপক্ষে ২-০ সিরিজ জয়ের পর মাহিশ থিকশানা ছয় ধাপ এগিয়ে বোলারদের তালিকায় ষষ্ঠ স্থানে (৬৫০ পয়েন্ট), এবং অলরাউন্ডারদের তালিকায় ১১ ধাপ এগিয়ে যৌথভাবে ২৫তম স্থানে পৌঁছেছেন। তার সতীর্থ চারিথ আসালাঙ্কা ১১ ধাপ এগিয়ে যৌথভাবে ২৭তম স্থানে এবং জেফরি ভ্যান্ডারসে ২৭ ধাপ এগিয়ে ৭২তম স্থানে পৌঁছেছেন (৪৩০ পয়েন্ট)।
কুশল মেন্ডিস তার ক্যারিয়ার সেরা ১৪৩ রানের জন্য ব্যাটারদের তালিকায় ৯ ধাপ এগিয়ে ২৬তম স্থানে (৬০৩ পয়েন্ট) এবং তার সতীর্থ আভিষ্কা ফার্নান্দো পাঁচ ধাপ এগিয়ে ৬২তম স্থানে (৫০০ পয়েন্ট) অবস্থান করছেন।
নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার দুই ধাপ এগিয়ে ১৭তম স্থানে (৫৭৯ পয়েন্ট), এবং উইল ইয়াং ব্যাটারদের তালিকায় ১২ ধাপ এগিয়ে ২২তম স্থানে পৌঁছেছেন। অলরাউন্ডার তালিকায় গ্লেন ফিলিপস ১৩ ধাপ এগিয়ে ৬৩তম স্থানে জায়গা করে নিয়েছেন।