বিশ্বকাপের টিম অব দ্য টুর্নামেন্টে নেই কোনো বাংলাদেশি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 দিন আগে আপডেট: 1 সেকেন্ড আগে
বিশ্বকাপের টিম অব দ্য টুর্নামেন্টে নেই কোনো বাংলাদেশি

বিশ্বকাপের টিম অব দ্য টুর্নামেন্টে নেই কোনো বাংলাদেশি

বিশ্বকাপের টিম অব দ্য টুর্নামেন্টে নেই কোনো বাংলাদেশি

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। সেখানে রয়েছে চ্যাম্পিয়ন ভারতীয় ক্রিকেটারদের আধিপত্য। তবে অবাক করা বিষয় রানার্সআপ হয়েও সেরা একাদশে জায়গা পাননি কোনো প্রোটিয়া, নেই বাংলাদেশি কোনো ক্রিকেটারও।

আইসিসির প্রকাশিত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিম অব দ্য টুর্নামেন্টে জায়গা পেয়েছে ভারতের ৬ ক্রিকেটার। সেমিফাইনালে ওঠা আফগানিস্তান থেকে আছেন তিনজন। আর সেমিফাইনালে না উঠলেও বিশ্বকাপের দলে আছেন ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার একজন করে। দ্বাদশ ক্রিকেটার হিসাবে জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার আনরিখ নরকিয়া।

২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপের দল: রোহিত শর্মা (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), নিকোলাস পুরান, সুরিয়াকুমার যাদব, মার্কাস স্টয়নিস, হার্দিক পান্ডিয়া, আক্সার প্যাটেল, রশিদ খান, জাসপ্রীত বুমরাহ, আর্শদ্বীপ সিং, ফজলহক ফারুকি। দ্বাদশ খেলোয়াড়: আনরিখ নরকিয়া।

ওপেনার ও অধিনায়ক হিসাবে আছেন রোহিত শর্মা। তিনি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক, তার রান ৮ ইনিংসে ২৫৭। তাঁর সঙ্গে ওপেনিংয়ে আছেন আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ, যিনি  টুর্নামেন্ট সর্বোচ্চ ২৮১ রান করেন। ওয়ানডাউনে থাকছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান। তার রানের সংখ্যা ২২৮ রান।

চারে জায়গা পেয়েছে ভারতের সুরিয়াকুমার যাদব। টুর্নামেন্ট জুড়ে ঝড়ো ব্যাটিং ও ফাইনালে গুরুত্বপূর্ণ ক্যাচের জন্য তিনি রয়েছেন সেরা একাদশে। অস্ট্রেলিয়া সুপার এইট থেকে বাদ পড়লেও দলটির অলরাউন্ডার মার্কাস স্টয়নিস ৫ নাম্বার পজিশনে জায়গা করে নিয়েছেন ১৬৯ রান ও ১০ উইকেট নিয়ে।

৬ ও ৭ নাম্বারে থাকছেন আরো দুজন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও আক্সার প্যাটেল। ফাইনালের শেষ ওভার করা হার্দিক পান্ডিয়া টুর্নামেন্ট শেষ করেন ১১ উইকেট ও ১৪৪ রান নিয়ে। আক্সার প্যাটেল ফাইনালে করেন ৪৭ রান। 

১৪ উইকেট নিয়ে বোলিং আক্রমণে থাকছেন আফগানিস্তানের লেগ স্পিনার রাশিদ খান। তারপর পেসার হিসাবে থাকছেন যৌথ ভাবে টুর্নামেন্ট সর্বোচ্চ ১৭ উইকেট নেয়া ফজলহক ফারুকি ও আর্শদ্বীপ সিং। এবং ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা জাসপ্রীত বুমরাহও থাকছেন আইসিসির সেরা একাদশে।