Image

সেই ওয়াংখেড়েতেই খলনায়ক থেকে নায়ক হার্দিক পান্ডিয়া

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সেই ওয়াংখেড়েতেই খলনায়ক থেকে নায়ক হার্দিক পান্ডিয়া

সেই ওয়াংখেড়েতেই খলনায়ক থেকে নায়ক হার্দিক পান্ডিয়া

সেই ওয়াংখেড়েতেই খলনায়ক থেকে নায়ক হার্দিক পান্ডিয়া

খলনায়ক' থেকে 'নায়ক'। ২ মাসের ব্যবধানেই বদলে গেলো দৃশ্যপট, বলছিলাম হার্দিক পান্ডিয়ার কথা। এবছর আইপিএলে মুম্বাইয়ে যোগ দিয়ে ঘরের মাঠ ওয়াংখেড়েতেই সমর্থকদের দুয়ো শুনেছেন হার্দিক। আর এখন বিশ্বকাপ জিতে সেই ওয়াংখেড়েতেই 'হার্দিক' 'হার্দিক' ধ্বনিতে উচ্ছ্বাস প্রকাশ করছেন সমর্থকরা। ২ মাস খুব বেশী সময় নয়, তবে যথেষ্ট সময় হার্দিকের 'খলনায়ক' থেকে 'নায়ক' হয়ে ওঠার জন্য। 

গত ২৯ জুন বার্বাডোসের কেনসিংটন ওভালে বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে শিরোপা নিশ্চিত হয়ে যাওয়া সেই মুহুর্তে হার্দিকের অশ্রুভেজা চোখ বলে দেয় অনেক কথা। বলে দেয় আইপিএলে নিজের দলের ভক্তদের সমর্থন না পাওয়া কষ্টের কথা, বলে দেয় বিশ্বকাপ দলে তাকে না রাখার অনেকের দাবির কথা। 

মুম্বাই ইন্ডিয়ান্সকে পাঁচবার ট্রফি জিতিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। অন্যদিকে এ বছরই মুম্বাইতে যোগ দেন হার্দিক। টুর্নামেন্ট শুরুর আগে পেয়ে যান অধিনায়কত্বও। রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করায় তা মেনে নিতে পারেনি সমর্থকরা। অনেকে আবার মনে করেছেন অধিনায়কত্ব ইস্যুতে রোহিতের সঙ্গে হার্দিকের সম্পর্কটাও ভালো নয়। কিন্তু সেসব যে ভুল তা প্রমান হয়ে গেলো বৃহস্পতিবার ই। 

বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিত শর্মার কথা শুনে কান্নায় ভেঙ্গে পড়েন হার্দিক পান্ডিয়া। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জয়ের জন্য হার্দিক পান্ডিয়াকে বিশেষ ভাবে কৃতিত্ব দেন রোহিত শর্মা। 

ওয়াংখেড়ের সংবর্ধনা মঞ্চে দাঁড়িয়ে রোহিত বলে দেন, ‘শেষ ওভারে যে কোনও রান বাঁচানোই খুব কঠিন। প্রচুর চাপ থাকে। শেষ ওভার ভালো বোলিং করার জন্য ওকে অভিনন্দন। প্রথমে ক্লাসেনকে আউট করে এবং আমাদের খেলায় ফিরিয়েছে। তার পরে শেষ ওভারে মিলারের উইকেট নিয়েছে। আমাদের বিশ্বকাপ জিতিয়েছে। হার্দিককে হ্যাটস অফ।’ 

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে  ব্যাট হাতে ১১৪ রানের পাশাপাশি বল হাতে নেন ১১ উইকেট নেন হার্দিক পান্ডিয়া।  ফাইনালে প্রোটিয়াদের বিপক্ষে নেন ২০ রানে ৩ উইকেট। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের শীর্ষে উঠে আসে পান্ডিয়ার নাম।

Details Bottom
Details ad One
Details Two
Details Three