Image

রোহিতকে এত আবেগী হতে আগে দেখেননি ভিরাট কোহলি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 6 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
রোহিতকে এত আবেগী হতে আগে দেখেননি ভিরাট কোহলি

রোহিতকে এত আবেগী হতে আগে দেখেননি ভিরাট কোহলি

রোহিতকে এত আবেগী হতে আগে দেখেননি ভিরাট কোহলি

১৩ বছর পর আইসিসির শিরোপা জিতে, শিরোপা জয়ের ১০৫ ঘন্টা পর দেশে ফিরে সমর্থকদের বাধ ভাঙা উচ্ছ্বাস দেখেছেন রোহিত শর্মা, ভিরাট কোহলিরা। মুম্বাইয়ের মেরিন ড্রাইভে ছাদখোলা বাসে বিশাল জনসমুদ্রে শিরোপা উল্লাস করেছেন তারা। রোহিত, কোহলিদের শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ, দুজনেই হয়েছেন আবেগে আপ্লুত।

ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ রানে জিতে রোহিত, কোহলি দুজনকেই মাঠে কাঁদতে দেখা যায়। সেই মুহুর্তের কথা স্মরণ করে কোহলি বলেন, " ১৫ বছরে এই প্রথমবার আমি রোহিতকে এতটা আবেগী হতে দেখলাম। যখন আমরা জিতে যাওয়ার পর হেটে যাচ্ছিলাম তখন রোহিত আর আমি দুজনেই কাঁদছিলাম। আমার জন্য সেই দিনের স্মৃতি খুব বিশেষ।" 

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ছিলেন না ভিরাট কোহলি। ২০১১ ওয়ানডে বিশ্বকাপজয়ী দলে তিনি ছিলেন। তখন তিনি ২২ বছর বয়সী তরুণ খেলোয়াড়। তাই তখন দলের অন্য সিনিয়রদের সাথে নিজের অনূভুতিকে সেভাবে মেলাতে পারেননি তিনি। কোহলি বলেন,

" ২০১১ বিশ্বকাপ জেতার সময় সিনিয়র খেলোয়াড়দের সাথে আমার অনূভুতি মেলাতে পারিনি। আমি বুঝতে পারছিলাম না কেনো তারা কাঁদছিলেন। আমরা বিশ্বকাপ জিতে গেছি আমার জন্য তখন এটাই বড় বিষয় ছিলো। তখন আমি ২২ বছরের ছিলাম। কিন্তু এখন অনূভুতি গুলো আলাদা।" 

রোহিত শর্মা, ভিরাট কোহলি দুজনেই বহু বছর ধরে একসাথে খেলে যাচ্ছেন। বিশ্বকাপ জিতে দুজনেই টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় বলেছেন। কোহলির মতে এবারের বিশ্বকাপটা তাদের দুজনের জন্যই ছিলো গুরুত্বপূর্ণ। 

"আমি এবং রোহিত দুজনেই বহু সময় ধরে ক্রিকেট খেলেছি। আমরা বিশ্বকাপ জেতার জন্য অনেক বছর ধরে চেষ্টা করেছি। যখন আমি দলের অধিনায়ক ছিলাম রোহিত ছিলো সিনিয়র খেলোয়াড়। এখন সে অধিনায়ক আমি সিনিয়র খেলোয়াড়। আমাদের লক্ষ্য ছিলো শুধু ভারতকে একটা বিশ্বকাপ জেতানোর।" 

Details Bottom
Details ad One
Details Two
Details Three