সাকিব আল হাসান কবে ফিরবেন জাতীয় দলের জার্সিতে?
সাকিব আল হাসান কবে ফিরবেন জাতীয় দলের জার্সিতে?
সাকিব আল হাসান কবে ফিরবেন জাতীয় দলের জার্সিতে?
সাকিব আল হাসান কবে ফিরবেন জাতীয় দলের জার্সিতে? অবশেষে পাওয়া গেলো বহুল কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরে। বাংলাদেশের হয়ে ফেরার ব্যাপারে এবার মুখ খুলেছেন সাকিব নিজেই। ভক্তদের হতাশ না করে দ্রুতই লাল-সবুজ জার্সিতে ফিরতে চলেছেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।
বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে আবুধাবি টি-টেন লিগ। সেখানে অংশ নেয়া বাংলা টাইগার্সের প্রতিনিধিত্ব করছেন সাকিব। বুধবার ১০ দলের অধিনায়ককে নিয়ে আয়োজন করা হয়েছিলো সংবাসম্মেলন। সেখানেই এক সাংবাদিক সাকিব আল হাসানকে প্রশ্ন করেছে "আপনাকে জাতীয় দলের জার্সিতে কবে দেখতে পারবো?"
উত্তরে সাকিব বলেছেন, "এই টুর্নামেন্টের পরেই।" এতেই ধরে নেয়া যায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরছেন সাকিব। আরো একবার দেশের জার্সিতে দেখা যাবে এই কিংবদন্তীতে। আর যদি সেটাই হয় তাহলে টি-টেন লিগ শেষ করেই দলের সঙ্গে যোগ দিতে পারেন সাকিব। তারপর ৮ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে খেলতে পারেন তিনি।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে ঘরের মাঠে অবসর নিতে চেয়েছিলেন সাকিব। তবে তার রাজনৈতিক পরিচয়ের কারণে তা সম্ভব হয়নি। এরপর থেকেই সাকিবের খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। আফগানিস্তানের বিপক্ষে তিনি না খেলায় সেই অনিশ্চয়তা রূপ নেয় আরো প্রকটভাবে। তবে এবার সাকিবের বক্তব্যে স্বস্তি মিলবে ভক্তদের। এখন দেখার অপেক্ষা শেষ পর্যন্ত সাকিব দেশের হয়ে খেলেন কিনা?