Image

সৌম্য, শামীমের ব্যাটে বাংলাদেশের চ্যালেঞ্জিং সংগ্রহ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সৌম্য, শামীমের ব্যাটে বাংলাদেশের চ্যালেঞ্জিং সংগ্রহ

সৌম্য, শামীমের ব্যাটে বাংলাদেশের চ্যালেঞ্জিং সংগ্রহ

সৌম্য, শামীমের ব্যাটে বাংলাদেশের চ্যালেঞ্জিং সংগ্রহ

টি-টোয়েন্টির ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস টসের সময় বলেছিলেন, ১৮০ রান তোলার চেষ্টা করবে তার দল। বড় আশার কথা শোনালেও লিটনের ব্যাটেই আরেকটি শূন্য, হয়েছেন গোল্ডেন ডাক। শেষ অবদি বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে বোর্ডে জমা করতে পারে ১৪৭ রান। সৌম্য সরকারের ৪৩ রানের ইনিংস ছাড়া জাকের আলি অনিক, শামীম হোসেন, মেহেদী হাসান এগিয়ে নিয়েছেন দলের সংগ্রহ। 

শেষ ৫ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে বাংলাদেশ রান সংগ্রহ করেছে ৫১। শামীম হোসেন পাটোয়ারীর ক্যামিওর সঙ্গে শেখ মেহেদীও ব্যাট চালিয়ে দলকে এনে দিয়েছেন স্বস্তি। আর তাতেই ওয়েস্ট ইন্ডিজের সামনে ১৪৮ রানের টার্গেট।  

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের।প্রথম দুই ওভারে কোনো বিপদ না ঘটলেও ইনিংসের তৃতীয় ওভারে আকিল হোসেন শিকার করেন জোড়া উইকেট। তানজিদ হাসান তামিমকে বোল্ড করে পরের ডেলিভারিতে লিটন দাসকে নিজ হাতে বানান ফিরতি ক্যাচ। 

গোল্ডেন ডাকের স্বাদ নিয়ে শুরু হলো লিটন দাসের অধিনায়কত্ব। ওপেনার তামিম অবশ্য ১১ বল খেলে করেছেন ৬ রান। দলীয় ১৫ রানে টানা দুই বলে তানজিদ ও লিটনের উইকেট হারিয়ে চরম বিপাকে বাংলাদেশ। এরপর সৌম্য সরকারের সঙ্গী হন আফিফ হোসেন ধ্রুব। হ্যাটট্রিক করতে না পারলেও ওভারটি মেডেন নিয়েছেন আকিল।

প্রথম পাওয়ার প্লে শেষ হওয়ার আগে আফিফ হোসেনের উইকেটও হারিয়ে বসে বাংলাদেশ। একে একে নেই ৩ উইকেট। রোস্টন চেজকে রিভার্স খেলতে গিয়ে শর্ট থার্ডে দাঁড়ানো আকিল হোসেনের হাতে সহজ ক্যাচ হন ৮ রানে থাকা আফিফ। ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ বোর্ডে পায় ৩২ রান। 

৮.২ ওভারে দলীয় ৫০ রানে পৌঁছায় বাংলাদেশ। প্রথম ৬০ বলের মধ্যে ৩৫টি ডট দিয়েছে বাংলাদেশের ব্যাটারা। শুরুর ১০ ওভারের বাকি ২৫ বল থেকে আসে ৫৬ রান। এরমাঝেই জাকের আলি অনিককে নিয়ে প্রতিরোধ গড়ে দলের সংগ্রহ এগিয়ে নিয়ে যান সৌম্য সরকার।

তবে দলীয় ৮৭ রানে গিয়ে ৪র্থ উইকেট হারায় বাংলাদেশ। ২৭ বলের ইনিংসে ২৭ রান করে বিদায় নেন জাকের আলি। ভাঙে সৌম্যর সাথে গড়া ৫৭ রানের পার্টনারশিপ। দারুণ সব স্ট্রোক্সে ছন্দে থাকা সৌম্যকে ফিফটি পূর্ণ করতে দেননি ওবেদ ম্যাককয়।স্লোয়ার ডেলিভারিতে স্টাম্প উপড়ে যায় ৪৩ রানে থাকা সৌম্যর। 

এরপর শামীম হোসেন পাটোয়ারী এসে ক্যামিওতে বাংলাদেশকে এনে দেন চ্যালেঞ্জিং সংগ্রহ। ইনিংস শেষের ঠিক এক বল আগে শামীম পাটোয়ারী উইকেট হারান। ৩ ছক্কা ও ১ চারে ১৩ বলে ২৭ রান আসে তার ব্যাট থেকে। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three