Image

এভিন লুইসের পরিবর্তে টি-টোয়েন্টি সিরিজে আন্দ্রে ফ্লেচার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
এভিন লুইসের পরিবর্তে টি-টোয়েন্টি সিরিজে আন্দ্রে ফ্লেচার

এভিন লুইসের পরিবর্তে টি-টোয়েন্টি সিরিজে আন্দ্রে ফ্লেচার

এভিন লুইসের পরিবর্তে টি-টোয়েন্টি সিরিজে আন্দ্রে ফ্লেচার

টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামার আগে দুঃসংবাদ পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। চোটের কারণে ১৫ সদস্যের দলে আনতে হয়েছে এক পরিবর্তন। ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে যাওয়া এভিন লুইসের স্থলাভিষিক্ত হবেন আন্দ্রে ফ্লেচার।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) আজ এক বিবৃতিতে আসন্ন বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য পরিবর্তিত স্কোয়াড ঘোষণা করেছে।

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের সময় পাওয়া চোট থেকে এভিন লুইস এখনও সেরে উঠার প্রক্রিয়ায়। তাকে বিশ্রামে থাকার জন্য বলেছে উইন্ডিজের মেডিক্যাল টিম।

সিরিজটি ১৫ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইন্সের আর্নোস ভেল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াড-

রোভম্যান পাওয়েল (অধিনায়ক), ব্র্যান্ডন কিং (সহ-অধিনায়ক), কেসি কার্টি, জনসন চার্লস, রস্টন চেজ, জাস্টিন গ্রিভস, টেরেন্স হিন্ডস, আকিল হোসেন, আলজারি জোসেফ, ওবেদ ম্যাককয়, গুদাকেশ মোতি, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড, শামার স্প্রিংগার, আন্দ্রে ফ্লেচার।

*প্রথম দুই ম্যাচের পর আকিল হোসেনের জায়গায় জয়ডেন সিলস স্কোয়াডে যোগ দিবেন। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three