Image

নাহিদ রানার প্রথম ফাইফারে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
নাহিদ রানার প্রথম ফাইফারে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

নাহিদ রানার প্রথম ফাইফারে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

নাহিদ রানার প্রথম ফাইফারে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

কিংস্টন টেস্টের প্রথম ইনিংসে ১৬৪ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশ এরপর বোলিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজকে থামাল ১৪৬ রানে। ১৮-১-৬১-৫, যা টেস্টে নাহিদ রানার ক্যারিয়ার সেরা। আর তাতেই বাংলাদেশের লিড ১৮ রানের। সাদা পোশাকে এই প্রথম ফাইফারের স্বাদ পেলেন নাহিদ। এরপর ব্যাটিংয়ে নেমে শুরুর ওভারেই ওপেনার মাহমুদুল হাসান জয়কে হারায় বাংলাদেশ। 

১৮ ওভারে ৬১ রান খরচায় নাহিদ রানার ফাইফার। ওয়েস্ট ইন্ডিজ নিজেদের প্রথম ইনিংসে গুটিয়ে গেল ১৪৬ রানে। টপ অর্ডারের ৩ ব্যাটার ছাড়া আর কেউ দুই অংকের রান করতে পারেনি। ওয়েস্ট ইন্ডিজ মাত্র ৬১ রানে তাদের শেষ নয়টি উইকেট হারিয়েছে। এটি টেস্টে বাংলাদেশের বিপক্ষে যেকোনো দলের দ্বিতীয় যৌথ সর্বনিম্ন প্রথম ইনিংস। দ্বিতীয়বারের মতো টেস্ট ইতিহাসে বাংলাদেশ ২০০ এর কম স্কোর করে ১ম ইনিংসে লিড পেয়েছে।

তৃতীয় দিনের সকালের পুরোটাই ছিল বাংলাদেশের পেসারদের আধিপত্য। বল হাতে নিয়ে রীতিমতো আগুন ঝরালেন নাহিদ রানা। ১ উইকেটে ৭০ রান নিয়ে আজ খেলা শুরু করা স্বাগতিকরা দ্রুতই হারিয়ে বসে আরও ৭ উইকেট। নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিনের পেস তোপের সামনে বিপর্যস্ত হয়ে অলআউটের খুব কাছে থেকে লাঞ্চ বিরতিতে যায় ক্রেইগ ব্র্যাথওয়েটের দল। 

গতির ঝড় তোলা নাহিদ রানার সামনে দিনের প্রথম ঘন্টাতেই ভেঙে যায় উইন্ডিজের ব্যাটিং অর্ডার। এরপর তাসকিন আহমেদ, হাসান মাহমুদও যোগ দেন উইকেট পার্টিতে। মধ্যাহ্নভোজ বিরতির পর মিরাজ তুলে নেন শামার জোসেফের উইকেট। শেষ ব্যাটার কেমার রোচকে লেগ বিফোরের ফাঁদে ফেলে নাহিদ রান পূর্ণ করেন তার মেডেন ফাইফার। 

কেসি কার্টির ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস। অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট করেন ৩৯। এই দুই ব্যাটার ছাড়া আজ আউট হওয়া বাকি ৭ জন আউট হয়েছেন এক অংকের রানে থেকে।  

১৮ রানের লিড পেয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে স্বস্তিতে নেই বাংলাদেশ। জেইডেন সিলসের করা প্রথম ওভারেই মাহমুদুল হাসান জয় স্লিপে ক্যাচ তুলে বিদায় নেন শূন্য হাতে। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three