Image

আইসিসির মাসসেরা হওয়ার মনোনয়ন পেলেন শারমিন আক্তার সুপ্তা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আইসিসির মাসসেরা হওয়ার মনোনয়ন পেলেন শারমিন আক্তার সুপ্তা

আইসিসির মাসসেরা হওয়ার মনোনয়ন পেলেন শারমিন আক্তার সুপ্তা

আইসিসির মাসসেরা হওয়ার মনোনয়ন পেলেন শারমিন আক্তার সুপ্তা

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে আইসিসি মাস সেরা নারী খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের শারমিন আক্তার সুপ্তা। ঘরের মাঠে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন সুপ্তা। তার সাথে মনোনয়ন পেয়েছেন দক্ষিণ আফ্রিকার নাদিনে ডি ক্লার্ক এবং ইংল্যান্ডের ড্যানি ওয়াট-হজ।

বৃহস্পতিবারের নভেম্বর মাসের সেরা ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে আইসিসি। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন শারমিন আক্তার। তবে সব জল্পনা-কল্পনার পর ফিরে আসার মঞ্চ হিসাবে আয়ারল্যান্ডকেই বেছে নিলেন এই ব্যাটার।  

মাটি করে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রায় দেড় বছর পর মাঠে নেমে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন।  পর এবার তার সামনে এবার নতুন অর্জনের হাতছানি। প্রথম ম্যাচে ব্যাট হাতে খেলেন ৮৯ বলে ৯৬ রানের ক্যারিয়ার-সেরা ইনিংস। দ্বিতীয় ম্যাচে ৬৩ বলে করেন ৪৩ রান। তৃতীয় ম্যাচে করেছিলেন ৭২ রান।

বাংলাদেশ নারী দলের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এ মাইলফলক অর্জন করবেন শারমিন সুপ্তা। এর আগে বাংলাদেশের প্রথম নারী খেলোয়াড় হিসাবে এই সম্মান পেয়েছিলেন নাহিদা আক্তার। 

সেরা নারী খেলোয়াড়ের মনোনয়ন পাওয়া অন্য ২ খেলোয়াড়  ইংল্যান্ডের ড্যানি ওয়াট-হজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন টি-টোয়েন্টিতে ৭১ গড়ে করেছেন ১৪২ রান। একই সিরিজে দক্ষিণ আফ্রিকার নাদিনে ডি ক্লার্ক ব্যাট হাতে ৮০ রানের পাশাপাশি বল হাতে ৪ উইকেট নেন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three